বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
কবিতা নাম- মনে বিবর্তনে, কবি শাহিন সপ্তম
Published : Monday, 3 May, 2021 at 6:00 AM, Count : 210

মনে বিবর্তনে
শাহিন সপ্তম

ইচ্ছে নেই, তোমাতে ডুবে ডুবন্ত ছবি,
নিউজফিডে ঠেসেঠুসে সাধারণ্যে গুজব রচি;
কর্পোরেট জন্তুর ক্রমিক ফাঁদ আর উন্নাসিকতায়,
আমরা হারিয়ে বসি--গলির মুখে তোমাকে পাবার অপেক্ষা, নয়ত, প্রিয়তমেষু প্রিয় মুখে চেয়ে থাকা;
চ্যাট বক্সে রুম খোলা বরং সস্তিদায়ক, সবিরামে অবিরাম প্রতীক্ষা!
অকস্মাৎ চোখের ক্ষিপ্রতায় আশ্চর্য হই,
বিজ্ঞানের পাতায় অবোধ্য
অক্ষরে ছাপা অতি সাধারণ কথায়,
ভাইরাস-ব্যাকটেরিয়া আশ্রয় নিয়েছে মানব অন্ত্রে
ক্রমাগত ঠিকানা বদলায়।
আশ্চর্যই বটে, কর্পোরেট জন্তুর মত
রোগজীবাণুও ইতরেতর থেকে উন্নততর! তবুও,
দৃষ্টি যেন শকুনের মত, পঁচা-গলা লাশে নিবদ্ধ
মৃত্যুকে ঘিরে ব্যবসা--নীল আকাশের মত
এন্টার্কটিকা বিস্তৃত, বিস্তৃত ছবির কারবার,
নিউজফিড থেকে চামারের দোকানে; দেবতা, দাতা-ত্রাতার ছবি জাত চেনাতে ব্যস্ত,
তেলে পোড়া বেগুনিও স্থান পায় ছত্রাকের মত
প্লেটের কোণে, ক্রমে যেন উন্নতির পথে অবনতির
গন্তব্যে যাত্রা, কর্পোরেটের আদিমতা, পৃথিবীর বুকে পৃথিবী সমান আবর্জনা, আর স্বপ্নের উন্নয়নে
গুহা যুগের হাতছানি, প্যারালাইজড সভ্যতায়
হুইলচেয়ারে আটকানো বিবিক্ত মন সিদ্ধান্ত নেয়
ভেষজ চিকিৎসায় শালসাভোজে তোমাকে পাই!



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft