শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
যুক্তরাষ্ট্রে আবারো একদিনে মৃত্যুর রেকর্ড
Published : Wednesday, 13 January, 2021 at 6:00 AM, Count : 213

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আবারো নতুন রেকর্ড তৈরি করেছে। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে চার হাজার মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ অবস্থায় প্রথমবারের মতো একদিনে মৃত্যু চার হাজার ছাড়িয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৪ হাজার ৪৭০ জন। বর্তমানে প্রায় এক লাখ ৩১ হাজার লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৯৩ লাখ লোককে টিকার দু’টি ডোজের একটি দেয়া হয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft