মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সিরিয়ায় বাসে চোরাগোপ্তা হামলায় নিহত ২৮
Published : Thursday, 31 December, 2020 at 6:00 AM, Count : 302

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলে একটি বাসে হামলা হয়েছে, এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্থিরতাকবলিত দিয়ের আল জোর প্রদেশে বুধবার বাসটিতে হামলা হয়, এ ঘটনায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) ও অন্যান্য সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, সৈনিক ভর্তি তিনটি বাস ছিল এবং নিহতের সংখ্যা আরও অনেক বেশি।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) এ হামলার দায় দিয়ে যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি বলেছে, এতে ৩৭ জন সৈন্য নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এসওএইচআর বলেছে, এটি ইসলামিক স্টেটের সদস্যদের সুপরিকল্পিত চোরাগোপ্তা হামলা ছিল, সরকারপন্থি মিলিশিয়া ও সৈনিকদের তিনটি বাসে হামলা চালিয়েছে তারা।
ইরাক সীমান্ত সংলগ্ন দিয়ের আল জোরের প্রধান মহাসড়কে সংঘটিত ঘটনাটিতে সেনাবাহিনীর যানবাহনের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ও সরকারের পক্ষত্যাগকারী একজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
ওই এলাকায় অবস্থানকারী ওই সাবেক সামরিক কর্মকর্তা জানান, সৈনিক ও সরকারপন্থি মিলিশিয়ারা ছুটি শেষে বাসগুলোতে করে নির্জন, জনবিরল ওই এলাকার ঘাঁটিতে ফেরার সময় হামলার মুখে পড়েন। প্রাচীন নগরী পালমিরার নিকটবর্তী এই এলাকায় প্রায়ই আইএস যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সিরীয় বাহিনীগুলোর সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
যুদ্ধে পরাজিত হয়ে আঞ্চলিক নিয়ন্ত্রণ হারালেও সিরিয়ার বিভিন্ন অংশে আইএসের উপস্থিতি রয়ে গেছে। গোষ্ঠীটির বিচ্ছিন্ন সেলগুলো প্রায়ই হামলা পরিচালনা করে থাকে। যদি নিশ্চিত হয় এবারের হামলাটিও তারা করেছে, তাহলে চলতি বছর গোষ্ঠীটির চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা হবে এটি, বলেছে এসওএইচআর।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft