সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
ভারতেও মিললো করোনার নতুন রূপ
Published : Tuesday, 29 December, 2020 at 6:00 AM, Count : 196

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। যুক্তরাজ্য ফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরেও মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন স্ট্রেন।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর, দুইজন হায়দরাবাদের ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। যাদের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলেছে তাদের সহযাত্রীদেরও খোঁজ শুরু হয়েছে।
ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft