বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
করোনা ভাইরাস: মৃত্যুতে ব্রিটেনকে ছাড়াল ইতালি
Published : Monday, 14 December, 2020 at 6:00 AM, Count : 234

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসজনিত মৃত্যুতে ব্রিটেনকে ছাড়িয়ে প্রাণহানির তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান নিয়েছে ইতালি।
শনিবার ৬৪৯ জন রোগীর মৃত্যুর মধ্য দিয়ে ইতালি মোট মৃত্যুর সংখ্যায় ব্রিটেনকে ছাড়ায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এরপর রোববার দেশটিতে করোনাভাইরাসজনিত কারণে আরও ৪৮৪ জনের মৃত্যু হয়। এতে ইতালিতে মোট মৃত্যু ৬৪ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। রোববার ব্রিটেনে ১৪৪ জন রোগীর মৃত্যু হয়। এদের নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ১৭০ জনে দাঁড়ায়।
ফেব্রুয়ারিতে ইতালিতে প্রথম সংক্রমণ শুরু হয়েছিল। পশ্চিমা দেশগুলোর মধ্যে এখানেই প্রথম ভাইরাসজনিত জরুরি অবস্থা জারি হয়। শনিবার দেশটিতে ১৯ হাজার ৯০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, রোববার সেই সংখ্যা কিছুটা কমে ১৭ হাজার ৯৩৮ জনে দাঁড়ায়। রোববার শেষ খবর পর্যন্ত হাসপাতালে ২৭ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী ভর্তি ছিলেন।
কঠোর লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের পর ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। বিধিনিষেধ শিথিল করার পর নভেম্বরের প্রথম অর্ধ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। এরপর থেকে প্রতিদিন আক্রান্ত প্রায় এক হাজার লোক হাসপাতালে ভর্তি হতে শুরু করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft