শিরোনাম: |
এবার শ্রীলঙ্কায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’
|
বিনোদন প্রতিবেদক : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ‘আয়নাবাজি’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র নিয়ে একটি উত্সব। এর নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’। ১১ মার্চ কলম্বোর দৈনিক সানডে টাইমস খবরটি প্রকাশ করে। দেশটির রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরেশন হলে আগামী ২৩-২৫ মার্চ পর্যন্ত চলবে এই উত্সব। এতে দেখানো হবে গেল কয়েক বছরে মুক্তি পাওয়া আলোচিত বেশ কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্র। এতে উদ্বোধনী দিনে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। দ্বিতীয় দিন মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, ফাখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’ ও অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’। উত্সবের তৃতীয় ও শেষ দিন দেখানো হবে ফারুকীর আরেকটি ছবি ‘টেলিভিশন’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। প্রতিদিন সেখানকার সময় সকাল সাড়ে ১০টায়, দুপুর সাড়ে ৩টায় ও বিকেল ৫টায় ছবিগুলো প্রদর্শনী হবে। এতে একটি ছবির একাধিক প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। উত্সবের আয়োজন করছে শ্রীলঙ্কার প্রবাসী বাঙালি কমিউনিটি |