রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
শ্রদ্ধা-ভালোবাসায় মাতৃভাষা দিবস পালন
Published : Thursday, 22 February, 2018 at 6:00 AM, Count : 1985

বর্তমান ডেস্ক : গত বুধবার সারাদেশে শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রভাতফেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, ভাষা সৈনিক সংবর্ধনা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: সদর উপজেলার বারখাদিয়া গ্রামে প্রার্থনা সংঘের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুুবাস ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জীবনানন্দ কির্তনীয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক রবীন্দ নাথ অধিকারী, শিক্ষক দুলাল চন্দ  বিশ্বাস ও শিক্ষক মহাদেব ভক্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণুপদ বিশ্বাস, পলাশ কুমার দে, প্রদীপ কুমার ভৌমিক, অর্পণা বালা, কবি সজল মাহামুদ, লিটন কুমার দাস, ডেভিট বৈদ্য প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন সুর দরিয়া শিল্পীগোষ্ঠীর প্রশিক্ষক ফারজানা রহমান, সঙ্গীতা ভক্ত, জুয়েল বিশ্বাস, প্লাবন ভক্তসহ আরো অনেকে। পরে প্রধান অতিথি অমর ২১ নামে একটি বিশেষ সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঝালকাঠি: নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পপ. কর্মকর্তা তাপস কুমার তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর): বেলা ১১টায় উপজেলা হলরুমে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, নির্বাহী অফিসার রওশন আরা পলি, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আ. রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান মৃধা ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু প্রমুখ।
নীলফামারী: জেলা প্রসাশক খালেদ রহীম, পুলিশ সুপার জাকীর হোসেন খান, মেয়র দেওয়ান কামাল আহাম্মেদসহ জেলার সর্বস্তরের মানুষ শহীদ ব্যাদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও সকালে শহীদ মিনারে প্রভাত ফেরীতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলের শিশু মেলা কিন্ডারগার্টেনের চেয়ারম্যান এহতেশামূল হক খোকন জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত করে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে প্রধান শিক্ষক আনোয়ার কামাল রুপনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রেনুয়ারা বেগম, সদস্য নাসিমা আক্তার, আবু হান্নান, হেপী আক্তার, জহিরুল ইসলাম শামীম ও সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ। অপরদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক অরবিন্দ পাল অখিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, ভাষা সৈনিক হাফিজ উদ্দিন মাস্টার, আব্দুস সালাম ভূঁইয়া বীর প্রতীক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মেদ ও প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া, ভাইস-চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, মেয়র আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ): শহীদের বাড়ি প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জব্বার মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। ইউএনও ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, মেয়র ইকবাল হোসেন সুমন ও শহীদ জব্বারের একমাত্র পুত্র নূরুল ইসলাম বাদল প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে গফরগাঁওয়ে ভাষা সৈনিক আব্দুল বাতেন ও মুকবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।
বেতাগী (বরগুনা): নির্বাহী অফিসার রাজীব আহসানের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ূন কবির, কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন ও মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন নশু। পরিচালনা করেন উপজেলা স্কাউট সম্পাদক লুফর রহমান স্বপন।  
কলারোয়া (সাতক্ষীরা): রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নির্বাহী অফিসার মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ডার সয়েদ আলী ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। কলারোয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান, কলারোয়া সরকারী কলেজের পক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা, কলারোয়া পৌরসভার পক্ষে প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের এক অংশের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের আরেক অংশের পক্ষে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সমর্থক স.ম মোরশেদ আলী, ভুট্টোলাল গাইন, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির পক্ষে আব্দুল্লাহেল আলিম বাবু, এম মুনছুর আলী প্রমুখ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রভাতফেরি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রভাত ফেরিতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের লোকজন স্বঃতস্ফুর্তভাবে অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন, রচনা লিখন, দেশাত্মোবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি ও একুশে তাত্পর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: দিবসের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম (অতিরিক্ত ডিআইজি), জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতারা। ভোরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ধুনট (বগুড়া): বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, ধুনট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুর রহমান, ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
মণিরামপুর (যশোর): মণিরামপুর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। সাবেক ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, জিএম মজিদ, উত্তম মিত্র, বশির আহম্মেদ খান, আমজেদ হোসেন, শহিদুল ইসলাম শাহিন, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, প্রভাষক হাসান, সাবেক ছাত্রলীগ নেতা তারেক মির্জা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুরর রহমান প্রমুখ। এরআগে ২১’র প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আ’লীগ, বিএনপি, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মাগুরা: ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মেয়র খুরশীদ হায়দার টুটুল ও জেলা আওয়ামী লীগ নেতা তানজেল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি  প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
নেত্রকোনা: রাত ১২টা ১ মিনিটে মেয়র নজরুল ইসলাম খান বাতি জ্বালিয়ে দিবসের সূচনা করেন। পরে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় প্রশাসন, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট জেলা উপজেলা কমান্ডের উদ্যোগে সব মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগ নেতা মতিয়র রহমান খান ও আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা স্ব-স্ব নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপি নেতা আশরাফ উদ্দিন খান, আনোয়রুল হকের নেতৃত্বে জেলা বিএনপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিনের নেতৃত্বে জেলা মহিলা দলসহ প্রত্যেক অঙ্গসংগঠনের নেতারা নিজ নিজ সংগঠন নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মেহেরপুর: রাত ১২টা ১ মিনিটে মেহেরপুর শহীদ সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে জেলা প্রশাসক পরিমল সিংহ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলসহ পরিষদের সদস্যরা, মেহেরপুর পৌর মেয়র মাহফিজুর রহমান রিটন ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ দেয়া হয়।
দিনাজপুর: পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতারা, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ’র নেতারা ও পৌরসভার প্যানেল মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু নেতৃত্বে পৌসভার কাউন্সিলররা। শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান লুলু ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার’র নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহিন হোসেন’র নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ পালিত হয়েছে।  
চৌহালী (সিরাজগঞ্জ): সকালে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন মন্ডল, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, ডা. মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা শওকত আলী, এবিএম শামীম হক, মেহেদী হাসান তুষার ও মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
মধুখালী (ফরিদপুর): সকাল ৮.০১ মিনিটে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে উপজেলা আধুনিক মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় মূল প্রবন্ধ আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক বাসার আহমেদ। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, মত্স্য কর্মকর্তা সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী থানা ইনচার্জ মিজানুর রহমান ও সাংবাদিক বিপ্লব চৌধুরী প্রমুখ।
ঠাকুরগাঁও: শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, শিক্ষক পরিষদের সভাপতি আনিসুর রহমান ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক জুলফিকার আলী প্রমুখ।
সিংগাইর (মানিকগঞ্জ): দিবসটি উপলক্ষে বিদ্যালয় দেয়াল পত্রিকা বের করে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। দেয়াল পত্রিকা উম্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বিদালয়ের সহকারী প্রধান শিক্ষক আরিফুর রহমান, সিনিয়র  শিক্ষক আবুল হোসেন, শারীরিক শিক্ষা শিক্ষক আলতাফ হোসেন, তপন কুমার সাহা, শাজাহান দুলাল, আজিজুর রহমান বাদশা, হারুন অর রশিদ, মোহাব্বত হোসেন, সুবল চন্দ্র, শাহীনুর আক্তার, রিনা দাস, শারমিন আক্তার, শাহাদত্ হোসেন সায়েম এবং আব্দুল খালেকসহ বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাঁচবিবি (জয়পুরহাট): স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের জীবনী নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল প্রমুখ।
কমলনগর (লক্ষ্মীপুর): হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও ইমতিয়াজ হোসেন। ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও। অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।
রাজশাহী: পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি, খালেদ মাহমুদ চৌধুরী এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামানন লিটনসহ দলের নেতাকর্মীরা। অপরদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft