মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ৩৮
Published : Monday, 15 January, 2018 at 6:00 AM, Count : 188

বর্তমান ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান জানিয়েছেন, দুই আত্মঘাতী সোমবারের ওই হামলা চালিয়েছে। কেন্দ্রীয় বাগদাদের এভিয়েশন স্কয়ারে শ্রমিকদের ভিড়ের মধ্যে আত্মঘাতীরা নিজেদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, এই হামলায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। এর আগে শনিবার বাগদাদের উত্তরাঞ্চলীয় এডেন স্কোয়ারে একটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft