সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি
Published : Saturday, 6 January, 2018 at 6:00 AM, Count : 192

ক্রীড়া প্রতিবেদক : ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কৃত্রিম আলোতে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা শনিবারের এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল

লাল সবুজ দুই দলে ভাগ হয়ে শনিবার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি-সাকিবরা শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচটিতে ২৪ ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আর লাল দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান

তামিমের ১০৪ রানের সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহমুদউল্লাহ এই অলরাউন্ডার করেছেন ৮৭ রান তাদের ইনিংস দুটির ওপর ভর দিয়ে লাল দল নির্ধারিত ৫০ ওভারে উইকেট হারিয়ে করেছে ৩২০ রান

টস জিতে সবুজ দলের অধিনায়ক মাশরাফি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লাল দলকে ব্যাটিংয়ে শুরুটা মন্দ হয়নি তামিম-এনামুল হকের যদিও ইনিংস লম্বা করতে পারেননি এনামুল মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান ২১ রান করে তিনি আউট হলেও ফর্মের তুঙ্গে থাকা তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৯ বলে ১০৪ রান করা তামিমকে তো আউটই করতে পারেনি সবুজ দল! সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান বাংলাদেশি ওপেনার

তামিম দারুণ পারফর্ম করলেও সুবিধা করতে পারেননি সাকিব (২৪), মুশফিকুর রহিম () সাব্বির রহমান (২০) সবুজ দলের মোস্তাফিজ, তাসকিন আহমেদ সাইফউদ্দিন প্রত্যেকে পেয়েছেন দুটি করে উইকেট

জানুয়ারি নিজেদের মধ্যে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft