বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বক্সিং-ডে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ওয়ার্নার
Published : Tuesday, 26 December, 2017 at 6:00 AM, Count : 454

ক্রীড়া ডেস্ক : ৯৯ রানে ‘নো-বল’এ জীবন পেয়ে বক্সিং-ডে টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ১০৩ ও অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত ৬৫ রানের উপর ভর করে ইংলিশদের বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৩ উইকেটে ২৪৪ রান করে অস্ট্রেলিয়া।
প্রথম তিন ম্যাচ জিতে অ্যাশেজ সিরিজ আগেই নিশ্চিত করেছে রেখেছে অস্ট্রেলিয়া। তাই মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারে ব্যাটে চড়ে উড়ন্ত সূচনাই করে অসিরা। উদ্বোধনী জুটির সঙ্গী ক্যামেরন বেনক্রফটকে নিয়ে ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে দুর্দান্তভাবে লড়াই করেছেন ওয়ার্নার। তাই ২৮তম ওভারের তৃতীয় বলেই একশ’ রান পেয়ে যায় অস্ট্রেলিয়া। এসময় টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৮৩ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। বেনক্রফটের রান ছিলো ১৯।
তবে দলীয় ১২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৬ রানে থাকা বেনক্রফটকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ডান-হাতি পেসার ক্রিস ওকস।
বেনক্রফট ফিরলেও দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির পথেই হাটছিলেন ওয়ার্নার। কিন্তু ৪১তম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৯৯ রানে ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার টম কারানের বলে আউট হয়ে যান তিনি। আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ওয়ার্নার। টেস্ট অভিষেকেই প্রথম উইকেট নেয়া কারানের উল্লাস ও আউট হয়ে প্যাভিলিয়নমুখী হওয়া ওয়ার্নারকে থামিয়ে দেন অনফিল্ডের দুই আম্পায়ার। কারন টিভিতে ‘নো-বল’ পরীক্ষা করবেন তারা।
টিভি রিপ্লেতে দেখা যায়, বোলিং লাইনের সীমানা অতিক্রম করেছেন কারান। তাই তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে বলটি ‘নো’ ডাকেন অনফিল্ড আম্পায়াররা। ফলে ৯৯ রানে জীবন পেয়ে কারানের পরের ডেলিভারিতেই লেগ সাইডে ফ্লিক করে ১ রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৩০তম বলে তিন অঙ্কে পা দিয়ে নিজের ইনিংসটা বড় করতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
১৩টি চার ও ১টি ছক্কায় ১৫১ বলে ১০৩ রান করেন এ ইনিংসেই ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ১৪তম খেলোয়াড় হিসেবে নিজের ৭০তম ম্যাচে ৬’হাজার রান পূর্ণ করলেন ওয়ার্নার।
দলীয় ১৩৫ রানে ওয়ার্নারের বিদায়ের পর দলের হাল ধরেন উসমান খাজা ও অধিনায়ক স্মিথ। জুটিতে খুব বেশি রান জড়ো করতে পারেননি তারা। খাজাকে ব্যক্তিগত ১৭ রানে থামিয়ে দিয়ে ইংল্যান্ডকে তৃতীয় সাফল্য এনে দেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
খাজার বিদায়ের পর অস্ট্রেলিয়ারকে ভালো অবস্থায় নিয়ে দিন শেষ করেন স্মিথ ও শন মার্শ। টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬৫ রানে অপরাজিত থাকেন স্মিথ। তার ১৩১ বলের ইনিংসে ৬টি চার ছিল। অন্য প্রান্তে ৩১ রানে অপরাজিত আছেন মার্শ। ইংল্যান্ডের জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft