বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
পরিচালনায় আসছে হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ
Published : Wednesday, 2 August, 2017 at 6:00 AM, Count : 247

বিনোদন প্রতিবেদক : বাবা হুমায়ূন আহমেদ, এক ঝটকায় বদলে দিয়েছিলেন টিভি নাটকের মত-পথ। এবার পুত্র নুহাশ হুমায়ূন আসছেন সেই পথ ধরেই। নির্মাণে আসছেন দেশের জনপ্রিয় ঔপন্যাসিক-নির্মাতা হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ। আসছে কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে- সেটা আগাম অনুমান করা হচ্ছে। তার ওপর নুহাশের সঙ্গে এই প্রকল্পের আশ্রয়স্থল হিসেবে থাকছেন নির্মাতা অমিতাভ রেজা। বিষয়টি নিশ্চিত করেছেন নুহাশ নিজেই। তিনি বললেন, এটা (নির্মাণ) আমার ভালোলাগা। অনেক আগে থেকেই ভাবতাম বিষয়টি নিয়ে। এবার তাই পরিচালনায় আসছি। তবে অনেকেই হয়তো এতক্ষণে ধরে নিয়েছেন- বাবার কোনো গল্প-উপন্যাসকে পুঁজি করেই পুত্রের অভিষেক ঘটছে! না, তেমনটি মোটেও নয়। নাটকের গল্প নির্বাচনে বাবার পাণ্ডুলিপিতে হাত দেননি নুহাশ। নিজেই লিখেছেন এর গল্প। জানান, ঈদের একটি সিরিজ প্রজেক্টে তার নাটকটি প্রচার হবে। যেমনটা হয়েছিল গত ঈদের ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। এদিকে নাটকটি প্রসঙ্গে আরও বিস্তারিত জানান প্রজেক্টের প্রধান অমিতাভ রেজা। তিনি বলেন, নুহাশের কাজটির নাম এবং চরিত্রগুলো কে কে করছেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি। চমক থাকছে তবে আরও কিছু দিন সময় লাগবে। আর সব ঠিক থাকলে আগামী ৮-৯ আগস্টের দিকে শুটিংয়ে নেমে পড়বেন নুহাশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft