বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
ভিডিওনির্ভর ছিল ঈদের গানের বাজার
Published : Saturday, 1 July, 2017 at 6:00 AM, Count : 532

বিনোদন প্রতিবেদক : ঈদ শেষ। এবারের ঈদ উত্সবকে ঘিরে প্রকাশ হয়েছে শতাধিক গান। শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যানার থেকে প্রকাশিত এসব গান নিয়ে হিসাব নিকাশও। কেমন ছিল এবারের ঈদ অডিও বাজার? প্রত্যাশা পূরণ হয়েছে কতটুকু? কোন শিল্পীর কোন গান ছিল এবারের ঈদে জনপ্রিয়তায় এগিয়ে? তবে আগের থেকে হিসাব নিকাশের ধরন পাল্টেছে। আগে যেখানে সিডির হিসাব করা হতো, এখন গণনা করা হচ্ছে ইউটিউব ভিউ। তবে শুধুমাত্র এ একটি মাধ্যমের মাধ্যমে গানের জনপ্রিয়তা বিচার ঠিক নয় বলেও মত দিয়েছেন সঙ্গীতবোদ্ধারা। তবে সার্বিক বিচারে এবারের ঈদটি ছিল অনেকটাই তারুণ্যের গাননির্ভর। প্রতিযোগিতা ছিল সিঙ্গেলস প্রকাশেরও। গানের বাইরেও ভিডিওর মাধ্যমে কে কতটুকু চমক তৈরি করতে পারে সেদিকেই নজর ছিল বেশি। তারই ধারাবাহিকতায় বেশ কিছু ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে ব্যয়বহুল ভিডিও হলেই যে সেটি দর্শকদের নজর কাড়বে তেমন নয়। এর প্রমাণ হলো সিএমভি থেকে ঈদে প্রকাশিত কনার ‘খামোখাই ভালোবাসি’।
২০ লাখ টাকা ব্যয়ে এ ভিডিওটি নির্মিত হয়েছে। তবে সপ্তাহ ঘুরলেও এক লাখের কিছু বেশি দর্শক এটি উপভোগ করেছেন। অনেকেই ইউটিউবের কমেন্টে লিখেছেন প্রত্যাশা পূরণ করতে পারেনি ভিডিওটি। এদিকে সিনিয়র শিল্পীদের মধ্যে এবার প্রশংসিত ছিল বাংলা ঢোল থেকে প্রকাশিত কুমার বিশ্বজিতের ‘তিলোত্তমা’ শীর্ষক তিন গানের ইপি অ্যালবাম। শ্রোতাপ্রিয়তা পেয়েছে একই ব্যানার থেকে আসিফ আকবরের গাওয়া ‘ভালো থেকো’ গানের মিউজিক ভিডিও। এরই মধ্যে দেড় লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন এটি। এছাড়াও সিএমভি থেকে আসিফ আকবরের ‘ধনী গরিব’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে। এবারের ঈদের অন্যতম বড় চমক হয়ে ধরা দিয়েছিল ইমরানের ‘আমার ইচ্ছে কোথায়‘ শিরোনামের গানের ভিডিও। জুলফিকার রাসেলের কথায় সাউন্ডটেক থেকে প্রকাশিত তার এ ভিন্নধর্মী ভিডিওর মডেল হয়েছেন কলকাতার মৌমিতা হাড়ি। চন্দনের নির্দেশনায় এ ভিডিওটি এরই মধ্যে দর্শকপ্রিয়তায় চলে এসেছে। একই সঙ্গে দর্শকপ্রিয়তায় এসেছে সিডি চয়েজ থেকে প্রকাশিত রবিউল ইসলাম জীবনের কথায় কাজী শুভর গাওয়া ‘বউ এনে দে’ গানটির ভিডিও।
এরই মধ্যে প্রায় সাড়ে সাত লাখ দর্শক এটি উপভোগ করেছেন ইউটিউবে। কনার ‘খামোখাই ভালোবাসি’ তেমন একটা সাড়া না পেলেও ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাওয়া জুয়েল মোর্শেদের সঙ্গে তার ‘গার্ডেন গার্ডেন’ গানটির ভিডিও বেশ আলোচনায় এসেছে। একইসঙ্গে প্রশংসিত হয়েছে কনা ও জুয়েলের পারফরমেন্স। ঈদে আরো একটি ভিন্নধর্মী মিউজিক ভিডিও নিয়ে গানচিল মিউজিকের ব্যানারে হাজির হয়েছেন প্রীতম হাসান। রাকিব হাসান রাহুলের কথায় এ গানটিতে প্রীতমের বিপরীতে মডেল হয়েছেন শাহতাজ। প্রায় পাঁচ লাখ দর্শক এটি উপভোগ করেছেন ইউটিউবে। এছাড়াও মাই সাউন্ড থেকে এইচ এম রিপনের লেখা আরফিন রুমির ‘এক পলকে’ গানটির ভিডিও ছিল আলোচনায়। প্রশংসিত হয়েছে জি সিরিজের ব্যানারে লুত্ফর হাসানের ‘পাখি’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। আলোচনায় ছিল সিডি চয়েজের ব্যানারে তাহসানের ‘মন কারিগর’ শীর্ষক ভিডিওটি। এর বাইরে সিঙ্গেলসের মধ্যে আলোচনায় ছিল সিডি চয়েস থেকে ইমরান-ন্যান্?সির দ্বৈত ‘ঠিক বেঠিক, তাহসানের ‘রঙিন সুতোয় ভালোবাসা’, লেজারভিশন থেকে ঐশীর ‘নীলিমা’, ‘রঙিন ঘুড়ি’, সালমার ‘হূদয়ের নাও’, জুঁইয়ের ‘চান্দের আলো’, এবং সংগীতা থেকে মিনারের ‘আবার’ ও বুশরার ‘বল না মন’, ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে এফ এ সুমনের ‘আসমানী’ এবং সাউন্ডটেক থেকে ‘মিনারের ‘আলো নেই’ ও মাই সাউন্ড থেকে শফিক তুহিনের ‘গ্রহণ করো’ শিরোনামের গানগুলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft