বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১
দলটা নিউজিল্যান্ড বলেই স্বপ্ন দেখছেন সাকিব
Published : Wednesday, 7 June, 2017 at 6:00 AM, Count : 396

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের একেবারে শেষ পর্যায়ের খেলা চলছে। এরপরই নিশ্চিত হয়ে যাবে কারা যাবে সেমিফাইনালে। ইতোমধ্যে প্রথম দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। এখনও বাকি রয়েছে তিনটি দলের নিশ্চিত হওয়া। ‘এ’ গ্রুপ থেকে একটি আর ‘বি’ গ্রুপ থেকে উঠকে বাকি দুটি দল। ‘এ’ গ্রুপের বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা এখনও বেঁচে আছে। তাদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আর এই কারণে সেমিতে ওঠার স্বপ্ন দেখছেন দলটির অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দুটি ম্যাচ থেকে যদিও প্রাপ্তি সামান্য, তবু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে দল। প্রতিপক্ষ যে নিউজিল্যান্ড! জিম্বাবুয়ের পর ওয়ানডেতে নিউজিল্যান্ডকেই সবচেয়ে বেশিবার হারিয়েছে বাংলাদেশ, যার সব শেষটি এখনও টাটকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ত্রিদেশীয় সিরিজে, আয়ারল্যান্ডে। এই কন্ডিশনে আরও একবার নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না অবশ্যই। তবে মনস্তাত্ত্বিক দিকটি দারুণভাবে তুলে ধরলেন সাকিব আল হাসান। ‘আমরা ওদের সঙ্গে অনেক খেলছি। অনেক জিতেছি। এ রকম প্রতিপক্ষ হলে মানসিক প্রস্তুতি বলেন বা সবকিছু, সবদিক থেকে একটা অভ্যস্ত ভাব থাকে।’
‘এই যেমন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললাম ৬ বছর পর। ৪-৫ জন ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই খেলে নাই ওদের বিপক্ষে। আমি মনে করতে পারি, প্রথমবার ওদের বিপক্ষে খেলার সময় অনুভূতি কেমন কিন্ত নতুনদের জন্য কঠিন ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত সেটি হবে না।’ নিউজিল্যান্ডের সঙ্গে সাকিবের নিজেরও আছে দারুণ সব স্মৃতি। ২০১০ সালে নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করা সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম ম্যাচের পর। হয়েছিলেন সিরিজের সেরাও। কিউইদের সঙ্গে আছে তার আরও কিছু দারুণ পারফরম্যান্স। গত কিছুদিন ধরেই রঙিন পোশাকে বেশ বিবর্ণ সাকিব চাইবেন প্রিয় প্রতিপক্ষকে পেয়ে জ্বলে উঠতে। তিনি নিজে অবশ্য বলছেন, ম্যাচ জয়ের জন্য একার পারফরম্যান্স যথেষ্ট নয়। ‘বাংলাদেশের জন্য খেলাটাই অনুপ্রেরণা। চেষ্টা থাকবে ভালো করার। তবে দল হিসেবে ভালো করতে হবে। দু-একটি ম্যাচ ছাড়া আমরা কখনোই ওরকম দল ছিলাম না যে একজন-দুজনের পারফরম্যান্সে ম্যাচ জিতে গেছি। অন্তত ৫-৬ জন যদি অবদান রাখতে পারি, আমার মনে হয় তখন জেতা সম্ভব।’ ৫-৬ জনের ভালো করাটা যেমন জরুরি, তেমনি এটাও সত্যি, সাকিব ভালো করলেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft