শিরোনাম: |
মহাকাশে পাড়ি জমিয়েছে ন্যানো স্যাটেলাইট
|
বর্তমান ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস-এক্স’ এবং মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’ পরিচালিত সিআরএস-১১ নামক একটি অভিযানের সঙ্গী হয়ে অবশেষে মহাকাশে পাড়ি জমিয়েছে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। গতকাল রোববার বাংলাদেশ সময় মধ্যরাত তিনটার দিকে স্যাটেলাইটটি উেক্ষপণ করা হয় বলে বাংলাদেশের ব্র্যাক অন্বেষা দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ও কক্ষপথে স্থাপন নিয়ে আপডেট পরবর্তীতে জানানো হবে।’ জাপানের কিউসু ইনস্টিটিউট অফ টেকনোলজি’তে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মানোয়ার ন্যানো স্যাটেলাইটি তৈরি করেছিলেন। জানা গেছে, স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর একে কক্ষপথে স্থাপন করা হবে। স্যাটেলাইটটির রূপকারদের মধ্যে অন্যতম হলেন, গবেষক ড. আরিফুর রহমান খান। স্যাটেলাইট উেক্ষপণের খবরটি সবাইকে জানাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মহাকাশে বাংলাদেশ।’ ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে মহাকাশ স্টেশন থেকে কক্ষপথে স্থাপনের সঠিক দিনক্ষণটি জানা যাবে। আর এর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ইতোমধ্যেই ব্র্যাক বিশ্বিবিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের ৪ নাম্বার ভবনে বানানো হয়েছে গ্রাউন্ড স্টেশন। মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেটে করে ২ জুন মহাকাশে যাওয়ার কথা ছিল বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। কিন্ত খারাপ আবহাওয়ার কারণে সময় পিছিয়ে বাংলাদেশ সময় গতকাল রোববার মধ্যরাত ৩টায় নতুন সময় নির্ধারণ করা হয়। জাপানের কিউসু ইনস্টিটিউট অফ টেকনোলজির বার্ডস প্রজেক্টে কয়েকটি দেশের ন্যানো স্যাটেলাইট বানানোর কাজ শুরু হয়। দেশগুলো হচ্ছে- জাপান, ঘানা, মঙ্গোলিয়া, নাইজেরিয়া এবং বাংলাদেশ।
|