শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
শাকিবকে বিরত রাখার সিদ্ধান্ত পরিচালকদের
Published : Tuesday, 25 April, 2017 at 6:00 AM, Count : 429

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির ব্যবসাসফল নায়ক শাকিব খানকে আপাতত সব ছবির কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র পরিচালক নেতারা। তাদের অভিযোগ, শাকিব খান দেশের পরিচালকদের নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে গত ২৪ এপ্রিল কার্যনির্বাহী পরিষদের সভা শেষে লিখিতভাবে পরিচালকদের উদ্দেশে আহ্বান করা হয়, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা যেন ছবি নির্মাণ-সংক্রান্ত সব কর্মকাণ্ড থেকে শাকিব খানকে বিরত রাখেন। নোটিসে আরও বলা হয়, শাকিব খানের বিরুদ্ধে এরই মধ্যে উকিল নোটিস পাঠানো হয়েছে। নোটিসটি পরিচালক সমিতির নোটিস বোর্ডে এ নোটিসটি টাঙানোও হয়। এখন যেহেতু চলচ্চিত্রের সংখ্যা কমে গেছে, তাই বেকার লোকের সংখ্যা বেড়ে গেছে।
পরিচালক সমিতির তালিকা  দেখুন, সেখানে অনেক পরিচালক, তারা এফডিসিতে আড্ডাও দিচ্ছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজক বা শিল্পীদের বেলায় একই অবস্থা দেখা যায়। শিল্পী সমিতিতে অনেক শিল্পীই নিবন্ধিত আছেন, কিন্তু কাজ করছেন কতজন? গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে শাকিব খানের এমন মন্তব্যকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়েছেন পরিচালক সমিতির নেতারা। এরই পরিপ্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে তারা শাকিব খানকে উকিল নোটিস পাঠান।
সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষর করা এই নোটিসে বলা হয়, এতদ্বারা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ করে মানহানিকর বক্তব্য দেয়ায় সমিতির ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে লিগ্যাল নোটিস প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় ওই বিষয়ের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র  নির্মাণ-সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিবনয় অনুরোধ জানানো যাচ্ছে। সমিতির নিয়মশৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা  করি।    
এই নোটিস টাঙানোর আগেই পরিচালক সমিতি অবশ্য ঘোষণা দিয়েছিল, শাকিবকে একটি উকিল নোটিস পাঠানো হবে। ওই খবর পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জরুরি সভার আহ্বান করেন সমিতির সভাপতি শাকিব খান। সভা শেষে শাকিবের পক্ষ থেকে জানানো হয়, পরিচালকদের সঙ্গে বিষয়টি সুরাহা না হলে আগামী ৫ মে শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করা হবে। সেদিন শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘পরিচালক সমিতি এককভাবে একজন শিল্পীকে উকিল নোটিস পাঠাতে পারে না। এমন বিষয় নিয়ে অবশ্যই শিল্পী সমিতির সঙ্গে কথা বলতে হবে। প্রসঙ্গ্য, শাকিব খান বর্তমানে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft