বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
জাতিসংঘে উত্তর কোরিয়াবিরোধী প্রস্তাব আটকে দিল রাশিয়া
Published : Thursday, 20 April, 2017 at 6:00 AM, Count : 599

বর্তমান ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এ প্রস্তাব আনা হয়। যুক্তরাষ্ট্র উত্থাপিত এ নিন্দা প্রস্তাবে চীন সমর্থন জানালেও রাশিয়া বিরোধিতা করেছে। এক কূটনীতিকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি খবরে জানিয়েছে, প্রস্তাবিত নিন্দা প্রস্তাবে দাবি করা হয়েছিল, উত্তর কোরিয়া যেন আর কোনো পারমাণবিক পরীক্ষা না চালায়। রোববার ব্যর্থতার পর উত্তর কোরিয়া যেন তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে। জাতিসংঘে নিযুক্ত এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া চেয়েছে নিন্দা প্রস্তাবে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি যুক্ত করার জন্য। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো উত্তর কোরিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিন্দা প্রস্তাবে সম্মত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক জানান, উত্তর কোরিয়ার মিত্র চীনও নিন্দা প্রস্তাবে সম্মত হওয়ার রাশিয়া তা আটকে দেয়ার বিষয়টি অবাক করার মতো। নিরাপত্তা পরিষদের মন্ত্রিপর্যায়ের বৈঠকে উত্তর কোরিয়া নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে আগে মার্কিন প্রস্তাবে বিরোধিতা করল যুক্তরাষ্ট্র। মন্ত্রিপর্যায়ের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সভাপতিত্ব করার কথা রয়েছে। পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া। বরং পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। গত ৫ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এরপর উত্তর কোরিয়া দেশটির জাতীয় দিবসে ৬ষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পায়। সর্বশেষ মঙ্গলবার ‘পরমাণু পরীক্ষা প্রতিহত করা’র কথা বলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এই? খবর জানিয়েছে। কোরিয়া-সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যেও একই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের যুগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ইতিমধ্যে পাঁচটি পারমাণবিক পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার: ‘আগ বাড়িয়ে ব্যাপক শক্তিশালী’ হামলা চালানো হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্রকে তাদের সঙ্গে ‘বিশৃঙ্খলা সৃষ্টি না করার’ জন্য হুঁশিয়ার করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির পথ খোঁজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যখন এমন কথা বলছেন তখন উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন। উন ঘনিষ্ঠ ও একমাত্র মিত্র চীনের পরামর্শ উপেক্ষা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। উত্তর কোরিয়া নিয়মিতভাবে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিয়ে আসছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির দাপ্তরিক মুখপাত্র রোদোং সিনমুন বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আমাদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হবে না। ‘এ ধরনের কিছু হলে আগ বাড়িয়ে ব্যাপক শক্তিশালী হামলা চালানো শুরু করা হবে, এতে তাত্ক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া ও এর আশপাশে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী দখলদার বাহিনীকেই শুধু সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে না, যুক্তরাষ্ট্রের মূলভূমিকেও ছাইয়ে পরিণত করা হবে।’ এসব বক্তব্য ব্যাখ্যা করে বিস্তারিত আর কিছু জানায়নি রোদোং সিনমুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft