শিরোনাম: |
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইরান
|
বর্তমান ডেস্ক : শুক্রবার সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়া ও ইরান যখন মার্কিন বিমান ঘাঁটির ওপর হামলার পাল্টা হুমকি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন জমিয়ে গলফ খেলা উপভোগ করছেন। রোববার ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার নিজের গলফ কোর্ট পরিদর্শন করেন। সিরিয়ায় রাসায়নিক হামলার পর ক্ষেপণাস্ত্র হামলার দ্বিতীয় দিনে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্স’ পরিদর্শনে যান ৪৫তম এই মার্কিন প্রেসিডেন্ট। কূটনীতিক আচরণ ও নির্বাহী দায়িত্বের ভিড়ে হয়তো গলফ খেলে কিছুটা হালকা হতে চেয়েছেন ধনকুব ট্রাম্প। যদিও এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার গলফ খেলা নিয়ে সমালোচনা করেছেন তিনি।
প্রেসিডেন্সির দুই মেয়াদে ওবামা মোট ৩৩৩ রাউন্ড গলফ খেলেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম খেলেছেন ২৬ এপ্রিল, ২০০৯ সালে। ক্যাম্পেইনের সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি কখনোই নিজের গলফ কোর্স পরিদর্শন করবেন না কারণ তখন তিনি হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে অনেক ব্যস্ত থাকবেন। তিনি বলেন, আপনারা জানেন, আমি গলফ অনেক পছন্দ করি। কিন্তু হোয়াইট হাউসে থাকাকালীন আমি এটি চিন্তাও করি না। আমি কখনো টার্নবেরি (স্কটল্যান্ডের গলফ কোর্স) দেখার চিন্তা করি না। আমি ডোরাল (মিয়ামিতে গলফ কোর্স ) এ দ্বিতীয় বার যাওয়ার চিন্তা করি না। অথচ এগুলো আমার নিজের কোর্স। তা সত্ত্বেও আমি এই সব জায়গায় যাওয়ার কথা ভাবতে পারি না। আমি আমার কাজ নিয়েই থাকব। কিন্তু নির্বাহী দায়িত্ব পালনের ১১ সপ্তাহের মাথায়ই ট্রাম্প নিজের গলফ কোর্স পরিদর্শন করলেন। সেই সময় যখন ট্রাম্প রাসায়ানিক হামলার জন্য বাশার আল আসাদ সরকারকে দায়ী করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এবং রাশিয়া ও ইরান বলছে সিরিয়াতে হামলা করে ট্রাম্প ‘রেড লাইন’ অতিক্রম করেছেন। হিজবুল্লাহর সঙ্গে যৌথ বিবৃতিতে রাশিয়া এবং ইরান জানায়, এখন আমরা যে কোন মুহূর্তে ‘রেড লাইন’ অতিক্রম করতে পারি এবং আমেরিকা আমাদের সক্ষমতা জানে। টান টান উত্তেজনার এই সময়ে ট্রাম্প গলফ কোর্স সফরে যান। ট্রাম্প যখন প্রিয় গলফ নিয়ে আনন্দে মগ্ন, পুরো বিশ্ব তখন উদ্বিগ্ন। সূত্র: ডেইলি মেইল |