শিরোনাম: |
এই প্রথম চম্পা বণিক...
|
শেখ রাজিয়া সূলতানা : অবনী মোহন দে, পুলক বন্দ্যোপাধ্যায়, অপনু বড়ুয়া, শান্তি শর্মা এবং পণ্ডিত তুষার দত্তের কাছে গানে তালিম নিয়ে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন এই সময়ের শ্রোতা সমাদৃত কণ্ঠশিল্পী চম্পা বণিক। যথাযথভাবে তালিম নিয়েই গান গাইছেন বলে সংগীতাঙ্গনে এবং শ্রোতামহলে তার গানের আলাদা কদর রয়েছে। এর আগে বাজারে তার একটি একক অ্যালবাম থাকলেও এবারই প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম নিয়ে আসছেন চম্পা বণিক। বাসু দেবের সঙ্গীতায়োজনে এরই মধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
একটি হচ্ছে ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ এবং অন্যটি ‘ওলো সই’। চম্পা জানান, তিনটি কিংবা চারটি গানের সমন্বয়ে তার রবীন্দ্র সঙ্গীতের অ্যলবামটি সাজানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিনের ইচ্ছে একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করার। বাসু দাদা খুব সহযোগিতা করছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। সেইসঙ্গে আমার পরিবারের সহযোগিতা তো আছেই। ভক্তদের জন্যই আমার এই অ্যালবাম করা। পাশাপাশি আমার স্বপ্ন পূরণের একটি বিষয় তো রয়েছেই। এদিকে নিয়মিত স্টেজ শো এবং টিভি অনুষ্ঠানে গান গাইছেন চম্পা বণিক। |