সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রয়োজনে দলে পরিবর্তনও আসতে পারে: মাশরাফি
Published : Monday, 27 March, 2017 at 6:00 AM, Count : 544

ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচের একাদশই খেলবে নাকি আসবে পরিবর্তন? এই সিদ্ধান্তে সবসময়ই বড় প্রভাবক আগের ম্যাচের ফল। ম্যাচ জিতলে একাদশ বদলাতে চান না অনেকেই। তবে সেই ধারণায় বিশ্বাস নেই মাশরাফি বিন মর্তুজার। আগের ম্যাচের ফল নয়, বাংলাদেশ অধিনায়কের কছে গুরুত্বপূর্ণ ম্যাচের দিনের বাস্তবতা।
দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা একাদশ পরিবর্তনের ইঙ্গিত রাখলেন।
শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে প্রথম ওয়ানডেতে শুভসূচনা করেছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩২৪ রান করে। জবাবে শ্রীলঙ্কা ২৩৪ রানে আউট হলে বাংলাদেশ ম্যাচ জেতে প্রায় শতরানের ব্যবধানে।
আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে সমতা ফেরাতে গেলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচটি ঘাসযুক্ত উইকেটে হচ্ছে।
এমন অবস্থায় একাদশ কেমন হচ্ছে- বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মাশরাফি অবশ্য প্রথম ওয়ানডে থেকে দ্বিতীয় ওয়ানডেতে পরিবর্তনের ইঙ্গিত রাখলেন। তবে পরিবর্তনের জায়গাটা খুবই সীমিত।
বাংলাদেশ যদি ব্যাটিংয়ে গুরুত্ব বাড়াতে চায়, সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে একজন পেস বোলার কমে যেতে পারে। তবে পেস বোলার তিনজন খেললে তাসকিনের পরিবর্তে শুভাগত কিংবা রুবেলের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাশরাফির সরাসরি উত্তর মঙ্গলবার সকালে উইকেট দেখে একাদশ নির্বাচন করবেন, ‘আমরা একাদশ ঠিক করিনি। ম্যাচের আগে উইকেট দেখে আমাদের একাদশ ঠিক করব।’
তবে প্রথম ম্যাচের জয়ী দলটি যে থাকছে না সেটা অনেকটাই পরিষ্কার করলেন মাশরাফি, ‘আমরা শেষ দুই বছরে জয়ী দলের সমন্বয় নিয়ে কখনো ভাবিনি। কারণ আমরা সব সময় ভেঙে ভেঙে খেলেছি। কালকের উইকেট হয়তো এক নাও হতে পারে। আমরা সব সময় ওটা বিশ্বাস করে এসেছি।’
এদিকে জয় নিয়ে অতি বাড়াবাড়িটা পছন্দ করছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
‘বাংলাওয়াশ’ শব্দটা শুনতে পছন্দ করেন না মাশরাফি বিন মর্তুজা। তাকে কেউ আর এনিয়ে প্রশ্নও করে না ইদানীং। গত কয়েক সিরিজ ধরে প্রথম ম্যাচ জিতলেই তাকে শুনতে হচ্ছে, ৩-০ ব্যবধানের কথা। এতে প্রচণ্ড আপত্তি আছে অধিনায়কের। প্রতিপক্ষ যেই হোক তাদের প্রতি সব সময়ই অগাধ শ্রদ্ধা দেখান মাশরাফি। সিরিজের প্রথম ম্যাচের আগে কখনো সিরিজ জেতার কথা বলেন না, তার কথা-বার্তায় ঘুরে ফিরে আসে ভালো শুরু। প্রথম ম্যাচ জিতলে, নজর দেন সিরিজের দিকে।
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ৩-০ ব্যবধানে জয়ের সম্ভাবনার প্রশ্ন উঠায় বিরক্ত অধিনায়ক।
‘সিরিজ জিতলে আমাদের জন্য ভালো ইম্প্যাক্ট হবে। এর আগেই আমি ৩-০ ব্যবধানে যেতে চাই না। একটা ম্যাচ জিতি আর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০। এটা খেলোয়াড়দের জন্য একটা বাড়তি চাপ। আমার মতে, এখান থেকে বাইরে থাকাই ভালো।’
সেই বাড়তি চাপ নেওয়ার কোনো ইচ্ছেই নেই মাশরাফির।
‘ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে মনোযোগ দেয়া উচিত। সব সময় কথা হয়, ৩-০ বা ৫-০, অন্য দলও তো খেলতে আসে। তারা তাদের সেরা চেষ্টাও তো করবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে প্রথমবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে এই সমীকরণ মাথাতেই রাখতে নারাজ অধিনায়ক।
মাশরাফি জানান, তাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলা। জয় পেলে এরপর ভাববেন ওই সমীকরণ নিয়ে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft