সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
মহান স্বাধীনতা দিবস পালিত
Published : Monday, 27 March, 2017 at 6:00 AM, Count : 1564

বর্তমান ডেস্ক : সারাদেশে  গত রোববার লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ। সেসব এলাকা থেকে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
আশুলিয়া (ঢাকা): লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে সিক্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিএনপি চেয়ারপারসন, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।   
দিবসটি উপলক্ষে দিনের শুরুতেই সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।  
বড়লেখা (মৌলভীবাজার): দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বড়লেখা উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়। বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম সামছুল হকের সভাপত্বিতে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণভাগ বণিক সমিতির সভাপতি আবদুল হক, ইউপি সদস্য আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক রেবা রানী দাস ও প্রবাসী বদরুল ইসলাম প্রমুখ।
কুলাউড়া (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সহ-সম্পাদক আবদুল জলিলের পরিচালনায় কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান রুমান ও মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে প্রমুখ।
পটুয়াখালী: জেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিসৌধে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।  এরপর একে একে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খান মোশারেফ হোসেন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন সমূহ, পটুয়াখালী প্রেসক্লাব, পৌরসভা, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, গণফোরাম, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সমূহ। এছাড়াও জেলা সদরের গণকবর জিয়ারত, মুক্তিযোদ্ধাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, এমিতখানা ও জেলখানাসহ বিভিন্ন স্থানে খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  
মেহেরপুর: জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক পরিমল সিংহ স্মতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। মুজিবনগর স্মতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, মুজিবনগর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার পক্ষে কমান্ডার আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস ও সম্পাদক আমাম হোসেন মিলুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে দিবসটি উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের গণকবর জিয়ারত, খেলাধুলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। এছাড়া উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম, পৌর মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নূরজাহান আকতার রিক্তা, ওসি মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা শেখ জালাল উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ বিজয়মেলা মাঠ সংলগ্ন মুক্তিযোদ্ধা বেদীতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণের পর জেলার সর্বসাধারণ সম্মান জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মুক্তিযোদ্ধা তোবারক হোসেন লুডু সিভিল সার্জন ইমরান আলী প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর): দিবসটি পালনের জন্য ভোরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি. ওয়ার্কার্স পার্টি, ফুলবাড়ী প্রেসক্লাব, সাপ্তাহিক দেশ মা, সরকারি কলেজ, মধ্যপাড়া কঠিন শিলাখনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকালে স্থানীয় সরকারি কলেজ মাঠে এমপি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা প্রশাসন আয়োজিত মনোজ্ঞ ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন।
চৌহালী (সিরাজগঞ্জ): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনায়েতপুরের ঐতিহ্যবাহী গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান। এ সময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আবদুল হাই সরকার উপস্থিত ছিলেন।
রায়পুরা (নরিসংদী): উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা তাঁতি লীগ, রায়পুরা কলেজসহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, পৌর মেয়র জামাল মোল্লা, ওসি আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসাইন ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। পরে রায়পুরা কলেজ মাঠে প্রশাসনের উদ্যোগে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন অহম্মেদ রাজু এমপি।
জৈন্তাপুর (সিলেট): জৈন্তাপুরের মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এরিলান খাসিয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক আজমল আলীর সঞ্চলানায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রাজ্জাক রাজা। রানীশংকৈল (ঠাকুরগাঁও): রানীশংকৈল উপজেলায় মুক্তি যুদ্ধের স্মারক খুনিয়াদীঘি স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এমপি সেলিনা জাহান লিটা, এমপি ইয়াসিন আলী ও ইউএনও খন্দকার নাহিদ হাসানের উপস্থিতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, পৌরসভা, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঐ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। দুই এমপি ও ইউএনও সংক্ষিপ্ত বক্তব্যসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন।
খাগড়াছড়ি: র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিএনপি। উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু ও বিএনপিতে সদ্য যোগ দেয়া সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিসহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন। পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসিজি। এ সময় তিনি দেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও মক্তিযুদ্ধে সেনাবাহিনীসহ মুক্তিকামী জনতার আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকালে উপজেলার শহীদ মজনু পার্কে স্থাপিত বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সোনারগাঁ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। নির্বাহী অফিসার শাহীনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন ও ওসি শাহ মো. মঞ্জুর কাদেরসহ আরও অনেকে।
লোহাগাড়া (চট্টগ্রাম): উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দিনব্যাপী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফিজনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি, ওসি মো. শাহজাহান ও উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রমুখ।
নারায়ণগঞ্জ: ভোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাব্বী মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। একই সময়ে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী। এক মিনিট পরে জেলা পুলিশের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মঈনুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পাঁচবিবি (জয়পুরহাট): সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল ও মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী প্রমুখ।
গাইবান্ধা: জেলা প্রশাসক আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ওয়ালিউর রহমান রেজা, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, মুক্তিযোদ্ধা মবিনুল হক জুবেল, জাসদের শাহ শরিফুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। পরে সংবর্ধনা অনুষ্ঠানে ৪শ’ মুক্তিযোদ্ধার প্রতিজনকে ৫শ’ টাকা করে প্রাইজ বন্ড দেয়া হয়।
মাধবপুর (হবিগঞ্জ): উপজেলা প্রশানের উদ্যোগে র্যালি শেষে শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় হবিগঞ্জ-৪ আসনের সংসদ মাহবুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা-নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, মেয়র হীরেন্দ্র লাল সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করে। সকাল পৌনে ৮টার দিকে মির্জাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াচ ও ড্রিসপ্ল্লে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু অভিবাদন গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  এসএম মোজাহিদুল ইসলাম মনির উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft