শিরোনাম: |
শুরু হচ্ছে আন্তর্জাতিক সঙ্গীত উত্সব
|
জবি প্রতিনিধি : এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সঙ্গীত উত্সব। বিশ্ববিদ্যালয়টির সঙ্গীত বিভাগের আয়োজনে দু’দিনব্যাপী এই উত্সব চলবে আজ ও আগামীকাল পর্যন্ত। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, উত্সবে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া এবং স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। এই উত্সবে সঙ্গীত পরিবেশন করবেন শাহিন সামাদ, সাদি মহম্মদ, সুবীর নন্দী, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অণিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মণ্ডল। এছাড়াও আমন্ত্রিত বিদেশি অতিথি হিসেবে পারফর্ম করবেন ভারত, চীন, ইন্দোনেশিয়ার শিল্পীবৃন্দ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষার্থীরাও গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন উত্সবের আহ্ববায়ক ও উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। আন্তর্জাতিক উত্সব প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও এই উত্সবটিতে আমার প্রাণের তাগিদটা বেশি। কারণ বর্তমান সামাজিক উন্নয়নে খুব বড় ভূমিকা রাখতে হবে আমার সঙ্গীত ও সাংস্কৃতিক অভ্যেস গড়ে তোলা। সেদিক দিয়ে এই উত্সবকে আন্তর্জাতিকভাবে আয়োজনটাও আমার কাছে একটা গুরুদায়িত্বের মতো। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অংশ নিয়েছেন আমাদের এই আয়োজনে। আশা করছি একটি দারুণ নান্দনিক সঙ্গীত উত্সব আমরা উপহার দিতে পারব। |