মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
অনুশীলনে ঘাম ঝরালেন মাশরাফি, মুশফিকরা বিশ্রামে সাকিব, তামিম
Published : Tuesday, 21 March, 2017 at 6:00 AM, Count : 130

ক্রীড়া প্রতিবেদক : শেষ হলো টেস্ট সিরিজ শততম টেস্ট ম্যাচে জয়ের মধ্য দিয়ে অসাধারণ এক ড্রয়ে সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে টাইগাররা এবার ওয়ানডে সিরিজের পালা তাই টাইগারদের মনোযোগের জায়গা এখন তিন ওয়ানডে সিরিজকে ঘিরেই

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে বাংলাদেশকে এই শ্রীলঙ্কা সিরিজেই ভালো কিছু করে দেখাতে হবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে জিততে পারলে বছর পরের বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ তার ওপর সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি সুতরাং, মাশরাফি বিন মর্তুজারা তাই অনেক বেশি সিরিয়াস, লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে

গত রোববার টেস্ট শেষ হওয়ার পর সোমবার ক্রিকেটারদের ছিল ছুটি ছুটি থাকলেও মাশরাফির নেতৃত্বে ওয়ানডে দলে যোগ দেয়ার জন্য বাকি যারা ঢাকা থেকে কলম্বো গিয়েছেন, তারা সোমবারও অনুশীলন করেছেন আর প্রেমাদাসা স্টেডিয়াম সংলগ্ন ম্যাক্স ক্রিকেট অ্যাকাডেমি নামে প্র্যাকটিস গ্রাউন্ডে

তবে গতকাল মঙ্গলবার দলের সব ক্রিকেটারই যোগ দিয়েছেন অনুশীলনে দুপুরের পর থেকেই ম্যাক্স ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন শুরু করেন মাশরাফিরা তবে, টিম বাংলাদেশের সঙ্গে অনুশীলনে আজ যোগ দিতে পারেননি কলম্বো টেস্টের ম্যাচ সেরা তামিম ইকবাল এবং টেস্ট সিরিজের সেরা সাকিব আল হাসান

তামিম টেস্ট জয়ের পরদিনেই মুম্বাই উড়ে গেছেন নিজের জন্মদিন পালন করার জন্য আর সাকিব আল হাসান ছুটি নিয়েছেন শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী-কন্যাকে নিয়ে গতকালও তিনি ছিলেন ছুটির আমেজে কারণে, অনুশীলনে যোগ দেননি তিনি

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ছুটি শেষ হবে ২২ মার্চ, বুধবার এরপরই তারা দলের সঙ্গে যোগ দেবেন



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft