মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
Published : Friday, 17 March, 2017 at 6:00 AM, Count : 1433

বর্তমান ডেস্ক : সারাদেশে গতকাল শুক্রবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শিশু সমাবেশ, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ঝালকাঠি: জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সকাল ১০টায় শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, সহকারী কশিনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে, সাংসদ লিয়াকত হোসেন খোকা নেতৃবৃন্দ নিয়ে ও সাবেক এমপি কায়সার হাসনাত নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জাপুর(টাঙ্গাইল): উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান এসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।
নওগাঁ:  জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন কালেকটরেট চত্বরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. রওশন আরা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অধ্যক্ষ (অব.) প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সত্যব্রত সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সিলেট: সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও সিলেট মহানগর ও গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলে। জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দরবাজার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান হয়েছে।
রৌমারী (কুড়িগ্রাম): আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান বঙ্গবাসী। বঙ্গবন্ধু পরিষদের জম্মদিনের কেক কাটা, মিলাদ মাহফিল, বর্ণাঢ্য  র্যালি শেষে  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রৌমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সিএসডিকে এনজিও পরিচালক আবু হানিফ মাস্টার, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক অবদুল কাউয়ুম, প্রভাষক ফজলুল করীম প্রমুখ।
পূর্বধলা (নেত্রকোনা): শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত সরকার রঞ্জনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একেএম মাজহারুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবুর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খোকন, আমিনুল ইসলাম মণ্ডল নান্টু, এসএম আরশাদ, রুমেল, মুকুল কায়সার, শেখ মাসুদ প্রমুখ।
মৌলভীবাজার: সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
সিরাজদীখান (মুন্সীগঞ্জ): হারুনূর রশিদ সুমনের অনুষ্ঠান সঞ্চালনায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মালপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার  (ভূমি) নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, এএসপি সার্কেল কাজী মাকসুদা লিমা, সাংবাদিক সুব্রত দাস রনক,  ওসি (অপারেশন) ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা মধ্যপাড়া ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫শ’ শিক্ষার্থীর হাতে টিফিন বক্স ও খাবার তুলে দেন।
দেলদুয়ার (টাঙ্গাইল): উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন নিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম পুষ্পস্তপক অর্পণ করেন। পরে আলোচনা সভায় প্রতিমন্ত্রী তারানা হালিম শিশুদের উদ্দেশে শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন। তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে না মেশার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি অফিসার কানিজ সুরাইয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রমুখ।   
শেরপুর (বগুড়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, আ’লীগ নেতা মুনসী সাইফুল বারী ডাবলু, মকবুল হোসেন, আহসান হাবিব আম্বীয়া, শাহজামাল সিরাজী, ইলিয়াস উদ্দিন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন প্রতিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বরগুনা: বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শিশু সমাবেশে মিলিত হয়।
টঙ্গী (গাজীপুর): আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও কেক কাটা হয়। র্যালিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব, প্রধান শিক্ষিকা ফৌজিয়া খানমসহ সহকারী শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে কেক কাটার মাধ্যমে শেষ করা হয়।
দিনাজপুর: দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শেষে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কেক কেটে দিবসের সূচনা করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, কেন্দ্রীয় সাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী পমুখ।  
হবিগঞ্জ: জেলা প্রশাসন সকালে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সংসদ সদস্য ও জেলা প্রশাসক নেতৃত্ব দেন। এতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশ নেয়।
সুনামগঞ্জ: শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন আশুতোষ দাশ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোমেন প্রমুখ।
মাগুরা: সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়। শেষে নোমানী ময়দান মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার আয়োজনে শহরের কলেজ পাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অন্যদিকে, স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বক্তৃতা করেন।
মধুখালী (ফরিদপুর): বঙ্গবন্ধু স্মৃতি স্বাধীনতা ম্যুরালে প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আইন উদ্দিন কলেজ, আখচাষি মহিলা কলেজ, রইছননেছা বালিকা বিদ্যালয়, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ্ হাবিব মাদরাসা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনসহ শিশু কিশোর সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
শ্রদ্ধা নিবেদন পরবর্তী উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ এবং  উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অধিদফতরের এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী, শিশু কিশোর এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ব্যান্ড পার্টিসহ বিশাল আনন্দ শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়কসহ মধুখালী পৌর সদরের বাজারসহ  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম দলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল আকন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন শায়লা, ৯ম শ্রেণির ছাত্রী হূদিকা রাহনুম প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  
যশোর: সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন র্যালী সহকারে শহরের বকুল তলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান ও উর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে। এর আগে কলেক্টরেট চত্বরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft