বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
কখনো কখনো সাপের বেশে মুনমুন
Published : Wednesday, 15 March, 2017 at 6:00 AM, Count : 317

শেখ রাজিয়া সূলতানা : একাধিক সাপের সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন মুনমুন। এমনকি শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার করা সাপের ছবি বেশ জনপ্রিয় হয়। সাপের ছবি করেই হিট হয়েছিলেন নায়িকা মুনমুন।
‘দুই নাগিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে মুনমুন অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়। এরপর এ অভিনেত্রী বেশকিছু সাপের ছবিতে অভিনয় করেন। সেটাও সাত-আট বছর আগের কথা। মাঝে অভিনয় না করলেও আবার চলচ্চিত্রে কাজ শুরু করেছেন মুনমুন।
এরইমধ্যে এফডিসিতে তিনি ‘দুই রাজকন্যা’ নামে একটি ছবির শেষ ভাগের শুটিং করেন। সেসময় তিনি আলাপকালে বলেন, সাপের ছবিতে কাজ করতে মজা আছে। তবে এখন আর করতে ইচ্ছে করে না। ‘দুই রাজকন্যা’ ছবিতে আমি কখনো সাপ, আবার কখনো মানুষ রূপে পর্দায় হাজির হবো। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ ও জাহিদ। এই ছবির মাধ্যমে অনেক বছর পর আমি পোশাকী ছবিতে অভিনয়ে এলাম। এই ছবিতে আমাকে সাপের চরিত্রেই বেশি দেখা যাবে।
তিনি আরও বলেন, এর আগে দুটি সাপের ছবিতে অভিনয় করেছি। সেই ছবি দুটিই ছিল সুপারহিট। এখন যে ছবিটি করছি, সেটিও ভালো ব্যবসা করবে আশা করি। ‘দুই রাজকন্যা’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিন সুবহা এবং সাদিয়া আফরিন। মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুমারী মা’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়।
উল্লেখ্য, মুনমুন সম্প্রতি আরও দুটি ছবিতে কাজ করেছেন। এগুলো হচ্ছে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ ও দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’। এছাড়া তিনি ‘রাগী’ নামের একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। এ ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন মিজানুর রহমান মিজান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft