শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন
Published : Thursday, 9 March, 2017 at 6:00 AM, Count : 250

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। বালু উত্তলনের কারণে পাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর গ্রামের পদ্দবিল মাঠে আইন অমান্য করে বালু তুলে রাস্তার ঠিকাদারের কাছে বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সোহেল হোসেন তার ১ বিঘা ৫ কাঠা ফসলি জমির মাটি ১ লাখ ১৫ হাজার টাকায় একই গ্রামের সফি হোসেনের কাছে বিক্রি করেছেন। সরেজমিন দেখা যায়, তিনটি ট্রাকে কয়েকজন শ্রমিক গভীর গর্ত করে বালু তুলছে।
সেখানে বাবলু হোসেন নামে এক ট্রাক ড্রাইভার বলেন, এই বালু গোপীনাথপুর হড়িশারা রাস্তার কাজে ব্যবহার করা হবে। ভদ্রকালী গ্রামের আলয়ী নামে এক ব্যক্তি বলেন, প্রতি ট্রাক বালু ৫শ’ টাকা করে বিক্রি করা হচ্ছে। পাশের ফসলি জমির মালিক কৃষক নুর আলম বলেন, জমির ধারে গভীর করে বালু তোলার কারণে আমার ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জমির মালিক টাকার বিনিময়ে তার জমির বালু বিক্রি করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা বলেন, ফসলি জমি থেকে বালু তোলার ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখার জন্য অফিসের লোক পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft