শিরোনাম: |
ফোনে আড়িপাতার অভিযোগ
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করায় এফবিআই প্রধানকে জিজ্ঞাসাবাদ
|
বর্তমান ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করায় এফবিআইকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট। গত মার্কিন নির্বাচন প্রচারণাকালে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের ফোনে এফবিআই’র আড়ি পাতার অভিযোগ করেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এই বিষয়ে এফবিআই প্রধান জেমস কুমিকে খোলামেলাভাবে জিজ্ঞাসাবাদ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। স্থানীয় সময় রোববার এ জিজ্ঞাসাবাদ নিয়ে কুমি নিউইয়র্ক টাইমসকে জানান, ট্রাম্পের এ দাবির কোনো ভিত্তি নেই। তার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই। এছাড়াও শনিবার জাস্টিস ডিপার্টমেন্টের খোলামেলা জিজ্ঞাসাবাদের রেকর্ডে কুমি বলেন, ট্রাম্পের কাছে এমন কোনো প্রমাণ নেই যার মাধ্যমে তিনি এই দাবি করতে পারেন। তিনি মিথ্যা অভিযোগ করেছেন বলে ট্রাম্পের ফোনে আড়ি পাতার বিষয়ে প্রতিক্রিয়ায় জানান কুমি। শনিবার ট্রাম্প তার মার্কিন টুইটারে এই অভিযোগ আনেন। ট্রাম্প তার টুইটারে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে ওবামার নির্দেশে তার ট্রাম্প টাওয়ারের টেলিফোনে আড়ি পাতানো হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি টুইটে ওবামাকে নিয়ে কটূক্তি করে বলেন, কতক্ষণ ধরে ওবামা আমার ফোনে আড়ি পেতেছেন। তিনি বাজে ও অসুস্থ প্রকৃতির মানুষ। এফবিআই প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আইনের অপব্যবহার করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার গণমাধ্যমকে জানান, ২০১৬ সালের মার্কিন নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ট্রাম্প টাওয়ারের ফোন নিয়ে তদন্ত করা উচিত। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের মুখপাত্র কেভিন লুইস ট্রাম্পের ওই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন। হোয়াইট হাউস প্রধান এ বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে উল্টো ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনেন। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই এফবিআই পরিচালক জেমস কুমি ট্রাম্পের সমর্থন করতেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করা নিয়েও অনেক বক্তব্য দিয়েছিলেন তিনি। তবে এখন কুমি নিজেই ট্রাম্পকে মিথ্যুক বলে সমালোচনামূলক বক্তব্য দেন। দ্য হিল ও সিএনএন
|