বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১
হারে শুরু জিমিদের
Published : Saturday, 4 March, 2017 at 6:00 AM, Count : 438

ক্রীড়া প্রতিবেদক : মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই তো হেরে বসেছিল বাংলাদেশ। সে ম্যাচে ফাইট করে কিভাবে? টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের কোচ, অধিনায়কের কণ্ঠে একটাই সুর ছিল-মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে তারা ভাবছেন না। ম্যাচটি জেতা সম্ভব নয়, তা ধরেই হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ড শুরু করে লাল-সবুজ জার্সিধারীরা। আগে হেরে বসা সে ম্যাচটিই হেরেছে বাংলাদেশ। ব্যবধান ৩-০।
মালয়েশিয়া ও বাংলাদেশের শক্তি-সামর্থ্যে অনেক ব্যবধান। মাঠে সে ব্যবধানটা পুরোপুরিই ফুটিয়ে তুলেছেন মালয়েশিয়ার খেলোয়াড়রা। বাংলাদেশ এক সময়ে পুরো শক্তিটাই দিয়েছে রক্ষণভাগে। সে কৌশলে অনেকটা সফলও বাংলাদেশ-মাত্র ৩ গোল হজমকে বড় কিছু হিসেবে দেখছেন না অনেকে। তবে প্রতি আক্রমণ থেকে বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল কয়েকবার। দুটি পেনাল্টি কর্নারও পেয়েছিল। কোনো কিছুই কাজে লাগাতে পারেননি জিমি-চয়নরা।
কোচ অলিভার কার্টজ সব মনোযোগ দিয়েছেন শেষ দুই ম্যাচে। ফিজি আর ওমানকে হারিয়েই গ্রুপে দ্বিতীয় হওয়ার লক্ষ্য এ জার্মান কোচের। তবে ওমান প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে যে গোছালো হকি খেলেছে তাতে বাংলাদেশের সে আশা পূরণ হবে কি-না সেটাই দেখার। রোববার বিকেল ৪ টায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ফিজির বিপক্ষে। তার আগে বিকেল পৌনে ২টায় ওমান খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।
বাংলাদেশ গোল খেয়ে বসে পঞ্চম মিনিটেই। শারি ফিতরির হিটে পোস্টের সামনে দাঁড়ানো জলিল মারহান স্টিকের ছোঁয়ায় বল পাঠিয়ে দেন পোস্টে। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান রহিম রাজি। হাসান আজরি পুশ শাবাহ স্টপ করলে রহিম কোনো ভুল করেননি। বাংলাদেশের গোটা দলটাই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে। তারপরও মালয়েশিয়াকে থামানো যায়নি। ৫৪ মিনিটে টপ ফেবারিট মালয়েশিয়ার তৃতীয় গোল করেন নিক রোজেম আইমান।
দিনের আরেক ম্যাচে ওমান ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ফিজিকে।
চিন ও মিশরের পর দিনের তৃতীয় ম্যাচে জিতেছে ওমান। এ তিন ম্যাচের মধ্যে ওমানই ছিল প্রতিপক্ষের ওপর বেশি নির্দয়। ফিজির গোলপোস্টে একের পর এক আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি মাঠ ছাড়ে ৭-০ গোলের জয় নিয়ে। শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে ওমান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল।
২৪ মিনিটে আল শাতারি সাফির গোলে এগিয়ে যায় ওমান। ২৭ মিনিটে বাইত জান্দালের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৩৫ মিনিটে রজম বাশিম গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। ৩ মিনিট পর জান্দাল বাইত করেন নিজের দ্বিতীয় গোল। দলকে ৫-০ গোলে এগিয়ে দেন আল শিবলি কাশিম ৪৫ মিনিটে। পরের মিনিটেই ব্যবধান ৬-০ করেন জান্দাল। ওমানের শেষ গোল করেছেন আশরাফ নাশেরি ৫৮ মিনিটে।
অপর গ্রুপের ম্যাচে চিন ৭-৩ গোলে ঘানা ও মিসর ৬-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft