শিরোনাম: |
সেলফিতে ফুরফুরে সৌদি বাদশাহ
নৈশভোজের ভিডিও আলোচনায়
|
বর্তমান ডেস্ক : এশিয়া সফরে এসে সেলফিবন্দি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক মাসের এশিয়া সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ। সফরের অংশ হিসেবে গত বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। দীর্ঘ এই সফরে তিনি ব্রুনাই, জাপান, চীন ও মালদ্বীপেও যাবেন। এই সফরের শুরুর দিকে তাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বেশকিছু সেলফি ও ভিডিওতে অংশ নিতে দেখা গেছে। এছাড়াও সফর চলাকালে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার তোলা ছবি-ভিডিও ইতোমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। সপ্তাহের শুরুর দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুইটারে এক সেলফি পোস্ট করেছিলেন। এই সেলফিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সৌদি বাদশাহ সালমানকে দেখা যায়। এর পরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে উভয়ে সৌদি বাদশাহর ঐতিহাসিক সফর নিয়ে মন্তব্য করেন। এছাড়াও ইন্দোনেশিয়ায় সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তার মেয়ে বর্তমান মন্ত্রী পুয়ান মহারানির সঙ্গেও সেলফিতে অংশ নিয়েছেন বাদশাহ সালমান। এই সেলফিতে তাকে ফুরফুরে ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে এই সেলফি তোলা দেখছিলেন বর্তমান প্রেসিডেন্ট উইদোদো। সেলফিটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে। গত বছর কাতারে ক্যানসার জয়ী এক কিশোরীর সঙ্গে সেলফিতে অংশ নেন বাদশা সালমান। সেই সেলফিটিও ভাইরাল হয়েছিল।
নৈশভোজের ভিডিও নিয়ে নানা গুঞ্জন: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের ইন্দোনেশিয়া সফরের বহর নিয়ে গত ক’দিন ধরে গণমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে এতে নতুন মাত্রা যোগ করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর এক ইউটিউব ভিডিও। সৌদি বাদশাহর সঙ্গে তার নৈশভোজের ভিডিও ছেড়েছেন ইউটিউবে। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে এই ভিডিওর রেকর্ডিং শুরু করছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। এরপর দেখা যাচ্ছে প্রেসিডেন্ট জোকো উইডোডো তার মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন, আর পেছনের টেবিলে বসে খাচ্ছেন সৌদি বাদশাহ সালমান। এরপর সৌদি বাদশাহকেও ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায়। প্রেসিডেন্ট জোকো উইডোডোর এই ভিডিও ইন্দোনেশিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সোস্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে তাতে মজার মন্তব্য করছেন অনেকে। প্রেসিডেন্ট জোকো উইডোডো ভিডিও ব্লগিং খুবই পছন্দ করেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি ব্লগিং শুরু করেন। ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে গিয়ে এমনকি রেস্টুরেন্টে খেতে গিয়েও তাকে ব্লগিং করতে দেখা যায়। |