শিরোনাম: |
সৌদির কাছে দ্বীপ বিক্রি করছে মালদ্বীপ
|
বর্তমান ডেস্ক : সৌদি আরবের কাছে একটি দ্বীপ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সীমানা এত কাছে চলে এলে ভারতের নিরাপত্তা বিষয়ে তা নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। গতকাল শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়াকে মালদ্বীপের বিরোধী দল জানায়, প্রেসিডেন্ট আবদুল্লা ইয়েমেন ফাফু নামে একটি প্রবাল দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালদ্বীপের মোট ২৬টি দ্বীপের মধ্যে অন্যতম ফাফু। এতে করে সৌদি আরব দেশটিতে ওয়াহাবি মতাদর্শ তীব্রতর করবে বলে আশঙ্কা করছেন দলটির নেতারা। এ বিষয়ে চূড়ান্ত কথাবার্তা বলতে শিগগিরই মালদ্বীপে আসবেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তবে সৌদি আরবের কাছে এভাবে দেশের কিছু অংশ বিক্রি করে দেয়ার চূড়ান্ত বিরোধিতা করছে ডেমোক্র্যাটিক পার্টি। ডেমোক্র্যাট নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম বলেছেন, আগে মালদ্বীপের কোনো ভূখণ্ড বিদেশিদের কাছে বিক্রি করা রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করা হতো এবং এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু ২০১৫ সালে আবদুল্লা ইয়েমেন সরকার সংবিধান সংশোধন করে একে আইনসিদ্ধ করে। মালদ্বীপই এখন পর্যন্ত ভারতের একমাত্র প্রতিবেশী দেশ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করেননি। মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে না চাইলেও, উদ্ভুত পরিস্থিতিতে আগামী বছর মালদ্বীপে যে নির্বাচন হবে, তাতে কোনো পক্ষ অবলম্বন করতে পারে ভারত। ডেমোক্র্যাট প্রধান ও মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
|