সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
বাংলাদেশের শরণাপন্ন পাকিস্তান!
Published : Thursday, 2 March, 2017 at 6:00 AM, Count : 292

ক্রীড়া ডেস্ক : নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরাতে আরেকবার বাংলাদেশের শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি); যদিও বিষয়টি শুধু পাকিস্তানি সংবাদমাধ্যমে উঠে এসেছে। পাকিস্তানে বাংলাদেশের জাতীয় দল পাঠানোর জন্য বিসিবিকে রাজি করাতে জোর চেষ্টা চালাচ্ছে পিসিবি। খবর বিডিক্রিকটাইমের।
পাকিস্তানের শীর্ষ ক্রিকেট সংস্থার সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, দেশের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে লাহোরের পিএসএল ফাইনালকে সুযোগ হিসেবে দেখছে পিসিবি। পরিস্থিতি পরখ করতে আগামী ৫ মার্চের ফাইনালে বিসিবিকে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানোর পরামর্শ দিয়েছে তারা।
এক সূত্রের বক্তব্য ছেপেছে সংবাদমাধ্যমটি, ‘পিসিবি পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিরাপত্তা প্রতিনিধিদল যেন ফাইনালের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে যায়। তারও পরে আবার তারা পাকিস্তান সফরে এসে পরিস্থিতি দেখে যেন তাদের উপর মহলে জানায় যে ডিসেম্বরে পাকিস্তানে বাংলাদেশ দল পাঠানো নিরাপদ কি-না।’
২০০৯ সালের পর থেকে তিনবার পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে ওই সূত্র আরও বলেছে, ‘তারা চায় এখন বাংলাদেশ আসুক এবং ডিসেম্বরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলুক। যদি পিএসএল ফাইনাল সুন্দরভাবে হয় তাহলে পিসিবি আশাবাদী পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের পর ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তান সফর করবে।’
অবশ্য পুরো ঘটনা যে ঘোলাটে বোঝা গেল বাংলাদেশ বোর্ডের মাধ্যমে। এ ধরনের বিষয় কানেই আসেনি বিসিবি কর্মকর্তাদের। বোর্ডের মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, এ রকম প্রস্তাব তিনি শোনেননি। তবে আইসিসির কোনো সভায় বিসিবির নির্বাহী প্রধানের সঙ্গে পিসিবি কর্মকর্তাদের এ ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়েও দিলেন না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft