সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে রদবদল শুরু
Published : Thursday, 2 March, 2017 at 6:00 AM, Count : 360

বর্তমান ডেস্ক : মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল শুরু হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার নিরাপত্তা কাউন্সিলে ওই পরিবর্তন আনছে বলে জানিয়েছে তারা। পলিটিকোর খবরে বলা হয়েছে, সদ্যবিদায়ী পূর্বসূরি মাইকেল ফ্লিনের করে যাওয়া কাজগুলোই আগে পরিবর্তন করছেন তিনি। দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যেই এনএসসির দুটি ডেপুটি অ্যাসিস্টেন্ট পদ তৈরি করেছেন। নিজের মতো করে সংস্থাটির কাঠামো পরিবর্তন করার ক্ষমতা রাখেন ম্যাকমাস্টার। সামনে আরও পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা কে.টি ম্যাকফারল্যান্ড এনএসসিতে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের প্রধান কৌশলী স্টিভ ব্যাননও এনএসসির প্রিন্সিপাল কমিটিতে থাকবেন কিনা সেটাও জানা যায়নি। কারণ তার কমিটিতে যোগদান অনেকেই ভালোভাবে নেয়নি। তাদের দাবি, রাজনৈতিক কৌশলীকে নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্তে না আনাই ভালো। ম্যাকমাস্টারের সাম্প্রতিক পরিবর্তন এই দুই শীর্ষ কর্মকর্তাদের ভবিষ্যত্ নিয়ে প্রভাব ফেলেছে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ফিরছেন ডেভ কাটার। তিনি ওবামা প্রশাসনের সময় প্রেসিডেন্টের জাতীয় বিষয়বলিতে উপ-সহকারী ছিলেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়, ম্যাকমাস্টার ভালো মনে করেই পদক্ষেপ নিচ্ছেন। ওবামা প্রশাসনে এই দু্ই পদ ছিলোনা। তবে জর্জ ডব্লিউ বুশের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি জাতীয় বিষয়াবলি দেখার জন্য একটি পদ তৈরি করেছিলেন।
৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল। ম্যাকমাস্টার ভিয়েতনাম যুদ্ধ ও সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে ‘ডিরিলেকশন অব ডিউটি’ শীর্ষক একটি বই লিখেছেন। যা সেনাবাহিনী ও রাজনীতিতে তার প্রভাব বৃদ্ধি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। ১৯৯১ সালে প্রথম ইরাক যুদ্ধে একটি ছোট সৈন্যদল নিয়ে ইরাকি রিপাবলিকান গার্ডের বিশাল বাহিনীর মোকাবিলা করার পর তাকে সম্মাননাসূচক সিলভার স্টার পুরস্কার দেয়া হয়। সূত্র: পলিটিকো



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft