শিরোনাম: |
ট্রাম্পের সমালোচনায় জর্জ ডব্লিউ বুশ
|
বর্তমান ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিগত উত্তেজনা ও বর্ণবাদকে অপছন্দ করেন দেশটির ৪৩তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ২০০১-০৮ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বুশ। স্থানীয় সময় সোমবার ‘পিপল’ ম্যাগাজিনকে বলেন, নির্বাচনের শুরু থেকেই ট্রাম্পের জাতিগত উত্তেজনাকে অপছন্দ করে আসছি। বর্ণবাদ ও মানুষের অনুভূতির ওপর আঘাত আমার অপছন্দ যা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প করে আসছেন। বুশ আরও বলেন, এর আগেও আমরা এমন পরিস্থিতি দেখতে পেয়েছি। কোনো মানুষই এসব কর্মকাণ্ড পছন্দ করে না। বুশের এমন মন্তব্যের সময় তার স্ত্রী লরা বুশও তার পাশেই বসা ছিলেন। আমাদের সবাইকেই এসব থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমি এসব বিষয়ে একটু বেশি আশাবাদী ছিলাম। কিন্ত ট্রাম্প প্রশাসনের শুরু থেকে বর্ণবাদী আচরণের কারণে আমাদের মধ্যে ট্রাম্প প্রশাসনের প্রতি আশা শেষ হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন বুশ। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় |