সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
আসছে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার
Published : Tuesday, 28 February, 2017 at 6:00 AM, Count : 257

শেখ রাজিয়া সূলতানা : নুরু মিয়া অলস। জীবনযাপনের পথ হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। সারাদেশ ঘুরে ঘুরে ভিক্ষা করেন। গ্রামে নুরু মিয়ার স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে। একদিন হঠাত্ তার পা দুটি অচল হয়ে যায়। বাধ্য হয়ে নুরু মিয়া ভিক্ষাবৃত্তি শুরু করে এক পতিতাপল্লীতে। ঘটনাক্রমে নুরু মিয়ার সঙ্গে পরিচয় হয় বিউটির। পঙ্গু নুরু মিয়ার জন্য ঠেলাগাড়ি বানিয়ে বিউটি হন তার ড্রাইভার! এমনই একটি ছবির গল্প।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চ মুক্তি পাবে মিজানুর রহমান লাবু পরিচালিত চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। গত ২৪ জানুয়ারি কোনো কর্তন ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। এখন চলছে মুক্তির প্রস্তুতি। মুক্তির তারিখ ছাড়াও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, ক্যামেলিয়া রাঙা, নাজিবা বাশার, এস এম মহসীন, শাহাদত হোসেন, মাহমুদ প্রমুখ। প্রসঙ্গ, সংবাদ সম্মেলনে কলাকুশলীরা ছবিতে নুরু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং বিউটি চরিত্রে ক্যামেলিয়া রাঙা। জাদু কাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও আছেন- শিমুল খান, শাহাদত, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft