সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
সেরা ছবি মুনলাইট, পরিচালক ড্যামিয়েন অভিনেতা অ্যাফ্লেক, অভিনেত্রী এমা
প্রথম মুসলিম অভিনেতার অস্কার জয়
Published : Tuesday, 28 February, 2017 at 6:00 AM, Count : 986

বর্তমান ডেস্ক : ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবির পালক কার মুকুটে যুক্ত হচ্ছে, সেটা অনুমান করা হচ্ছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকেই। সেই অনুমানকে সঠিক প্রমাণ করে সেরা ছবির কৃতিত্ব দেয়া হয় ‘লা লা ল্যান্ড’-কেই। কিন্তু না, ঘোষণাটি নাকি ছিল ভুল! নাম সংশোধন করে জানানো হয়, সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘মুনলাইট’। অস্কারের অফিশিয়াল পেজ থেকে শুরু করে দুনিয়ার অজগ্র নিউজ পোর্টালে সঙ্গে সঙ্গেই সরিয়ে ফেলা হয় ‘লা লা ল্যান্ডে’র নাম, বসানো হয় ‘মুনলাইট’কে।
ব্যারি জেনকিন্স পরিচালিত ছবিটি তৈরি হয়েছে তারেল আলভিন ম্যাকক্র্যানির লেখা ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’ নাটক অবলম্বনে। ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ছবিটি বেস্ট মোশন পিকচার (ড্রামা) বিভাগে পুরস্কৃত হয়। আর এবারের অস্কারে সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা চিত্রনাট্য (গৃহীত) বিভাগে পুরস্কার লাভ করে ‘মুনলাইট’। ছবিটি মনোনয়ন পেয়েছিল আটটি বিভাগে।
অন্যদিকে, সেরা পরিচালক হয়েছেন ড্যামিয়েন শ্যাজেল। তার পরিচালিত ‘লা লা ল্যান্ড’ পাঁচটি বিভাগে পুরস্কার পায়, ছবিটি মনোনয়ন পেয়েছিল ১৪টি বিভাগে। এর আগে ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ও ১৯৫০ সালে ‘অল অ্যাবাউট ইভ’ দুটি ছবি ১৪টি বিভাগে মনোনয়ন পায়। ছবিটিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য এমা স্টোন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ছবিটির প্রাণ সঙ্গীত। সঙ্গীতের দুই  বিভাগ-অরিজিনাল স্কোর ও অরিজিনাল সং দুটোতেই সেরা ‘লা লা ল্যান্ড’। যারা ছবিটি দেখেছেন, তাদের নিশ্চয় মনে আছে ‘সিটি অব স্টার্স’ গানটির কথা। আর গোটা ছবিটিই তো সুরের চাদরে মোড়া এক প্রেম ও বিচ্ছেদের চলচ্চিত্র। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর।
প্রথম মুসলিম অভিনেতার অস্কার জয়
অস্কারের ৮৯তম আসরের প্রথম পুরস্কার জিতেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহারশালা আলী তিনিই প্রথম মুসলিম অভিনেতা, যিনি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে দামি পুরস্কার জিতলেন। খবর বিবিসির। মাহারশালা আলী ‘মুনলাইট’ ছবির জন্য এবারের সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতলেন। তার সঙ্গে এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব পাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)। আর ‘ফেনসেস’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভিওলা ডেভিস। এই বিভাগে তার সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টাভিয়া স্পেনসার (হিডেন ফিগারস), ও মিশেলে উইলিয়ামস (মানচেস্টার বাই দ্য সি)। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর। এবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট। অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করছেন কমেডিয়ান ও টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল। অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ৬ হাজার ৬৮৭ জন অস্কার সদস্য।
ইরানি চলচ্চিত্রের বাজিমাত
এবারের ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ইরান। নির্মাতা আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ জিতে নিয়েছে এ পুরস্কার। ধর্ম ও জাতীয়তার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হয় আসগর ফারহাদিকে। ইরানসহ ৭টি মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে ফারহাদি অস্কার অনুষ্ঠানে অংশ নেননি। অবশেষে তার হাতেই গেল অস্কারের পুরস্কার! ফারহাদির অনুপস্থিতিতে তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান আনুশেহ আনসারি। সেখানে তিনি বলেন, আমার অনুপস্থিতি আমার জাতি এবং অন্য সাতটি দেশের অভিবাসীদের ওপর অমানবিকভাবে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ।  এর আগে ২০১৪ সালে নির্মিত ‘দ্য সেপারেশন’-এর জন্য প্রথমবার অস্কার জিতেছিলেন আসগার ফারহাদি। প্রতিবছরই অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগটি নিয়ে সিনেমাপ্রেমীদের দারুণ আগ্রহ থাকে। এবার নানা কারণে উত্তেজনাটা ছিল বরং আরও বেশি। ‘দ্য সেলসম্যানের’ সঙ্গে মনোনয়নের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল ডেনমার্কের ‘ল্যান্ড অব মাইন’, সুইডেনের ‘আ ম্যান কলড উভা’, অস্ট্রেলিয়ার ‘ট্যানা’ ও জার্মানির ‘টনি আর্ডমান’।
সেরা পরিচালক ড্যামিয়েন শ্যাজেল
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৮৯তম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ড্যামিয়েন শ্যাজেল। ‘লা লা ল্যান্ড’ ছবিটি পরিচালনার জন্য এই পুরস্কার পেলেন তিনি। সবচেয়ে কম বয়সে সেরা পরিচালকের পুরস্কার জেতার খেতাব পেয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা।  সেরা পরিচালক বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন- নিস ভিলেন্যুভ (অ্যারাইভাল), মেল গিবসন (হ্যাকশ রিজ), কেনেথ লনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি), ব্যারি জেনকিন্স (মুনলাইট)। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখায় এবিসি নেটওয়ার্ক।
সেরা অভিনেত্রী এমা স্টোন
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল। এই অনুষ্ঠানে এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে এমা স্টোনের নাম ঘোষণা করা হয়। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন ‘এল’ ছবির ইসাবেল হুপ্যার্ট, ‘লাভিং’-এর রুথ নেগা, ‘জ্যাকি’-এর নাটালি পোর্টম্যান ও ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিনস’-এর মেরিল স্ট্রিপ। সবাইকে ছাড়িয়ে পুরস্কার ঘরে তোলেন এমা স্টোন। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখাচ্ছে এবিসি নেটওয়ার্ক।
সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক
ডেনজেল ওয়াশিংটন, রায়ান গসলিঙদের মতো বড় বড় তারকা থাকা সত্ত্বেও সেরা অভিনেতার অস্কার উঠেছে ক্যাসি অ্যাফ্লেকের হাতে, যা তিনি বিশ্বাস করতে পারেননি নিজেও। ‘ফেন্সেস’-এর কারণে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ডেনজেল ওয়াশিংটন। ওদিকে এমা ওয়াটসন সেরা অভিনেত্রী হওয়ায় অনেকে আশা করেছিলেন তার সহশিল্পী রায়ান গসলিঙও সেরা অভিনেতার পুরস্কারটি পাবেন। ‘হ্যাকস রিজ’-এর জন্য অ্যান্ড্রু গারফিল্ডও ছিলেন প্রতিদ্বন্দ্ব্বীদের তালিকায়। তবে সবাইকে অবাক করে দিয়ে এই বিভাগের অস্কারটি নিয়ে গেলেন ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র ক্যাসি অ্যাফ্লেক! ক্যাসি নিজেও ঘটনাটিতে বিস্ময় চেপে রাখতে পারেননি। পুরস্কার গ্রহণের পর তার বলা প্রথম শব্দটি ছিল, ‘ড্যামইট!’ তিনি আরও বলেন, হলিউডের মনো বিশাল একটি ক্ষেত্রে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত তিনি। তার ভাষ্যে, আমি আসলে হতবাক এখানে যুক্ত হতে পেরেই। ভালো হতো আমি যদি আরও বেশি এবং অর্থপূর্ণ কিছু বলতে পারতাম!  কেনেথ লোনারগ্যান পরিচালিত ‘ম্যাচেস্টার বাই দ্য সি’তে অ্যাফ্লেক অভিনয় করেছেন ভাইয়ের মৃত্যুতে শোকাহত এক যুবকের চরিত্রে। সিনেমাটি বাগিয়ে নেয় সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft