শিরোনাম: |
৮৯তম অস্কার পুরস্কার
সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক
|
বিনোদন ডেস্ক : অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন কেসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অসাধারন অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি। তার সঙ্গে এই বিভাগে আরও যেসব অভিনেতারা অস্কার মূর্তির জন্য লড়াই করেছেন তারা হলেন- ‘হ্যাকসো রিজ’-এর অ্যান্ড্রু গারফিল্ড, ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’-এর ভিগো মরটেনসেন ও ‘ফেন্সেস’-এর জন্য ডেনজেল ওয়াশিংটন।
|