সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
বদলগাছীতে চুনা পাথরের সন্ধান
Published : Thursday, 23 February, 2017 at 6:00 AM, Count : 277

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা  : নওগাঁর বদলগাছীতে জিএসবির দ্বিতীয় খনন প্রকল্পেও চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে। গত বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) খনিজ সম্পদ অনুসন্ধানে উপজেলার তাজপুর মৌজায় খনন কার্যক্রমের উদ্বোধন করেন। তাজপুর উন্নতমানের চুনাপাথরের সন্ধান পাওয়া যায় ভূ-গর্ভের ২২১৪ ফুট গভীরে। তাজপুর হলো খনির মূলকেন্দ্র। তাজপুর থেকে চতুর্দিকে ৫০ বর্গকিলোমিটার অর্থাত্ ৭ কিলোমিটার চুনাপাথরের খনি বিস্তৃত।
তাজপুর থেকে উত্তর পশ্চিম কর্ণারে দু-আড়াই কিলোমিটার দূরে ভগবানপুর গ্রামে জিএসবির ২য় খনন প্রকল্পের কার্যক্রম শুরু করা হয় ২৮ নভেম্বর। ভগবানপুরে ভূ-গর্ভে খনিজ সম্পদ অর্থাত্ চুনাপাথরের মজুদ তাজপুরের চেয়ে ১০৫ ওপরে। ভগবানপুরে ২১০৯ ফুট গভীরে চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। ইতোমধ্যেই চুনাপাথরের আলামত উদ্ধার করেছে খনন দল। এনিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভগবানপুর গ্রামের ফিরোজ হোসেন, আলেফ উদ্দীন, রাঙ্গা ও মহেষপুর গ্রামের আবদুল মজিদ বলেন ভগবানপুর গ্রামে খনন প্রকল্পের চুনাপাথরের আলমত দেখেছেন তারা। তবে ১৫ থেকে ২০ দিন ধরে খনন কাজ বন্ধ রয়েছে বলে তারা জানান। গ্রামবাসীর দাবি এ খনন কাজ অব্যাহত থাক। তারা জানতে চায় এ এলাকায় ভূ-গর্ভে আর কী ধরনের খনিজ সম্পদ রয়েছে। এ বিষয়ে খনন প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা চুনাপাথরের আলামত পাওয়ার সত্যতা স্বীকার করলেও সরকারিভাবে ঘোষণা না দেয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানান খনন কাজ অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft