মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
কানাডার চলচ্চিত্র উত্সবে বাংলাদেশের ছবি
Published : Wednesday, 22 February, 2017 at 6:00 AM, Count : 285

বিনোদন প্রতিবেদক : কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (আইএফএফএসএ) শুরু হতে যাচ্ছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় এই উত্সবের পর্দা উঠবে আগামী ১১ই মে। চলবে ২২ মে পর্যন্ত। এবারের উত্সবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শনের কথা রয়েছে।
তার মধ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে ফাখরুল আরেফিনের পরিচালনায় নির্মিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি। উত্সবে ছবিটি প্রদর্শিত হবে ২১ মে।
ফখরুল আরেফিনের পরিচালনায় ‘ভুবন মাঝি’ ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অভিনেত্রী অপর্ণা ঘোষ। এতে আরও আছেন মাজনুন মিজান, নওশাবা, ?সুষমা সরকার প্রমুখ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি পাচ্ছে মার্চ মাসে।
এ প্রসঙ্গে ফাখরুল আরেফিন বলেন, অনেক প্রত্যাশা নিয়ে ছবিটি বানিয়েছি। মানুষ ছবিটি দেখবে, দেশ ও প্রিয়জনকে ভালোবাসবে হূদয়ের সবটুকু দিয়ে। সেই উদ্দেশ্যের পথে ‘ভুবন মাঝি’র কানাডার চলচ্চিত্র উত্সবে ডাক পাওয়ায় আনন্দিত আমি।
তিনি আরও বলেন, দূর দেশের প্রবাসীরা অপেক্ষায় থাকেন এমন উত্সবগুলোর, যেখানে তারা নিজ দেশের চলচ্চিত্র দেখার সুযোগ পান। কানাডায় বাংলাদেশি প্রবাসীদের সামনে ছবিটি প্রদর্শিত হবে ভেবে ভালো লাগছে।
প্রসঙ্গত, এছাড়াও কানাডার উত্সবটিতে বাংলাদেশ থেকে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে ‘মাটির প্রজার দেশে’ ও ‘লাইভ ফ্রম ঢাকা’ নামের দুটি চলচ্চিত্র। এরমধ্যে ‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন বিজন।
অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft