শিরোনাম: |
ওয়াটার ট্যাক্সি, বিনোদনে নতুন মাত্রা
|
অনিন্দ্য তাওহীদ : ঢাকাবাসীর জন্য বিনোদনের নতুন মাত্র নিয়ে এসেছে ওয়াটার ট্যাক্সি। আর তা ঢাকার মাঝেই! হ্যাঁ, সম্প্রতি চালু হয়েছে হাতিরঝিলে। এই নৌ-ভ্রমণ পর্যায়ক্রমে বেড়েও চলেছে। তাই পরিবার-পরিজন নিয়ে আজই হতে পারে আপনার নতুন এডভেঞ্জার। হাতিরঝিলের এফডিসি মোড় থেকে উঠে ওয়াটার ট্যাক্সিতে করে দুলতে দুলতে আপনি চলে যেতে পারবেন বাড্ডা এবং রামপুরা লিংক রোড, আবার ফিরতেও পারবেন ঠিক একই রাস্তায়! ৩০ মিনিটের এই রাইড আপনাকে দেবে শহরের মাঝেই নৌবিহারের আনন্দ!
শুরু থেকেই হাতিরঝিল এলাকাটি ঢাকাবাসীর জন্য একটি প্রিয় স্থানে পরিণত হয়েছিল। সকালের মর্নিংওয়াক বলুন অথবা বিকেলে প্রিয়জন নিয়ে একটু হাওয়া খেতে আসা, সব কাজেই মানুষ এখানে আসে। বিশাল আকারের এই লেকটির এ মাথা থেকে ও মাথার দূরত্ব কম নয়। বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের এলাকাসহ কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকাজুড়ে এই হাতিরঝিল এলাকা। তাই ভ্রমণের আনন্দটাও নেহায়েত কম নয়। কিভাবে যাবেন : আপনি কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেল পার হয়ে এফডিসি মোড় থেকে উঠতে পারেন ওয়াটার ট্যাক্সিতে, যেতে পারেন বাড্ডা এবং রামপুরা লিংক রোড। আবার অন্যদিক থেকে যদি উঠতে চান, তাহলে হাতিরঝিল সংলগ্ন বাড্ডা এবং রামপুরা লিংক রোড থেকে উঠে আপনি চলে আসতে পারেন এফডিসি মোড়ে। খরচ পড়বে যথাক্রমে বাড্ডা এবং রামপুরা লিংক রোডের জন্য ২৫ এবং ৩০ টাকা করে। যা উপভোগ করবেন: ওয়াটার ট্যাক্সিতে করে যাওয়া আসাটাই একটা বেশ আনন্দদায়ক ব্যাপার। এর সঙ্গে আছে ওয়াটার ট্যাক্সিতে থাকা ক্যান্টিনে হালকা খাবার সুবিধা আর চার পাশের চমত্কার দৃশ্য। বিশেষ করে সন্ধ্যায় যারা চড়েছেন তারা উচ্ছ্বসিত প্রশংশা করেছেন আলোকময় হাতিরঝিলের মাঝ দিয়ে দুলে দুলে চলে যাবার বিষয়টি নিয়ে। দৃষ্টি নন্দন রাস্তা, এপার ওপার সংযোগ সেতু, রাতের বেলায় রঙ-বেরঙের আলোর চমক, সব মিলিয়ে হাতিরঝিল প্রকল্পের ভেতর দিয়ে ওয়াটার ট্যাক্সিতে করে ভ্রমণ একটা ঢাকাবাসীর জন্য একটা অত্যন্ত উপভোগ্য ব্যাপার হতে পারে। জানা যায়, শুরুতে মাত্র চারটা ওয়াটার ট্যাক্সি নিয়ে শুরু হয়েছিল। এখন তা আরও বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। কারণ এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। শুধুমাত্র প্রমোদ ভ্রমণকারীরাই নন, এই রাস্তায় নিয়মিত যাতায়াত করেন এমন মানুষরাও স্রেফ যাতায়াত করার জন্যও এই ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে থাকেন নিয়মিত। আর আনন্দ বিনোদনের জন্য তো আছেই আপনার সেবায় সর্বদা নিয়োজিত এই ওয়াটার ট্যাক্সি। |