মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
ড্র করে সেমির আশা বাঁচিয়ে রাখল আবাহনী
Published : Monday, 20 February, 2017 at 6:00 AM, Count : 437

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচজুড়ে কোণঠাসা থাকলেও গোলের সেরা সুযোগগুলো পেয়েছিল আবাহনীই। কিন্তু এমেকা ডারলিংটন, সিমোন, নাবীব নেওয়াজ জীবন কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার দল এফসি পচেয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়নরা।
এই ড্রয়ে অবশ্য আবাহনীর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার আশা বেঁচে থাকল।
কিরগিজস্তানের এফসি আলগাকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করা এফসি পচেয়নের দুই ম্যাচে ৪ পয়েন্ট। ১ পয়েন্ট পাওয়া আবাহনী টুর্নামেন্ট শুরু করেছিল মালদ্বীপের টিসি স্পোর্টসের কাছে হারে ১-০ গোলে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার বাঁচা-মরার লড়াইয়ে নামা আবাহনী শুরু থেকেই ছিল রক্ষণাত্মক। তবে গতি দিয়ে পাঁচ ডিফেন্ডারে সাজানো আবাহনীর রক্ষণে চাপ দিতে থাকে পচেয়ন। সপ্তদশ মিনিটে বাঁ দিক থেকে কিম হেউই চ্যানের শট ফেরান সোহেল রানা। এই গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে আরও দুইবার বেঁচে যায় ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়নরা।
২৮তম মিনিটে চ্যানের আরেকটি আক্রমণ রুখে দেয়ার পর ৪৫তম মিনিটে জি কিওং ডিককে গোল বঞ্চিত করেন সোহেল। বক্সের একটু ওপরে ইয়াসিন খানের হাতে বল লাগলে ফ্রি কিক পায় পচেয়ন। কাছের পোস্টে নেয়া ডিউকের জোরালো ফ্রি কিক পাঞ্চ করে ফেরান গোলরক্ষক।
আবাহনীর সেরা একাদশে থাকা চার বিদেশির কেউই প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি। আক্রমণভাগে এমেকা ডারলিংটন ছিলেন নিষ্প্রভ। তবে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডই প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি পেয়েছিলেন। যোগ করা সময়ে ডান দিক থেকে জোনাথন ডেভিডের ক্রসে তার জোরালো হেড সোজা গোলরক্ষকের গায়ে লেগে ফেরে।
দ্বিতীয়ার্ধেও দক্ষিণ কোরিয়ার চতুর্থ সারির দলটি আবাহনীকে চাপে রাখে। কিন্তু গোল পাচ্ছিল না এফসি আলগাকে হারিয়ে শুভসূচনা পাওয়া পচেয়ন। ৫১তম মিনিটে পার্ক জুং সোর দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।
৬২তম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সিমোন। ডান দিক থেকে জোনাথনের ক্রস এমেকা হেড করে বাড়ান ছোট ডি বক্সের একটু ওপরে থাকা সিমোনকে। কিন্তু এই মিডফিল্ডারের সাইড ভলি ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়। ছয় মিনিট পর বড় বাঁচা বেঁচে যায় আবাহনী। লি সিওং উর দূরপাল্লার শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। ৭৫তম মিনিটে সিং সিওন হুনের হেড লক্ষ্যে থাকেনি। ৮৮তম মিনিটে গোলের আরেকটি সহজ সুযোগ নষ্ট করে এমেকার বদলি নামা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। ওয়ালী ফয়সালের কর্নার বাঁ দিকে থাকা তপু বর্মন হেড করার পর বল আসে জোনাথনের পায়ে। তার টোকা দিয়ে বাড়ানো বল গোলমুখ থেকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন জীবন! তারই খেসারত দিয়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকেও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft