শিরোনাম: |
২৬ ফেব্রুয়ারি উদ্বোধন
আদমদীঘিতে দেশের প্রথম বহুতল খাদ্যগুদাম
|
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ও জংশন শহরে দেশের প্রথম নির্মিত অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্যগুদাম উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি সান্তাহার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার এ সফরের কর্মসূচি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ সান্তাহার এলাকায় সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগসহ দলীয় নেতারা বিভিন্ন স্থানে তোরণ, প্যানা, ফেস্টুন নির্মাণ করেছে।
সান্তাহার খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প উপ-সচিব প্রকৌশলী গোলাম মোস্তফার তথ্যে জানা যায়, জাপানের দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সির সিংহভাগ আর্থিক সহায়তায় প্রায় ৩শ‘ কোটি টাকা ব্যয়ে এ দেশে প্রথম নির্মিত হলো শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল খাদ্যগুদাম। ২৫ হাজার টন ধারণক্ষমতার এ মাল্টি স্টোরেড ওয়্যারহাউস গ্রেইন সাইলো নির্মিত হয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার খাদ্য শস্য সাইলোতে। ১৯৬৯ সালে নির্মিত খাদ্যশস্য সাইলোর ধারণক্ষমতা ২৫ হাজার টন। ওই সময় জমি ক্রয়সহ ২৩ তলার সমান উঁচু ২টি ও ২৫ তলার সমান ১টি ভবনসহ সব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ লাখ ৪০ হাজার ৬৫ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন খাদ্যগুদাম উদ্বোধন শেষে বিকেল ৩টায় সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়াও তিনি অন্যান্য কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। |