শিরোনাম: |
প্রি-কোয়ার্টারে বাংলাদেশ পুরুষ ও নারী দল
|
ক্রীড়া প্রতিবেদক : রোল বল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। রোল বল বিশ্বকাপের ৪র্থ আসরে ঘরের মাঠে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন পুরুষ দলের অধিনায়ক আসিফ। সেই ধারাবাহিকতা নিজেদের পারফরম্যান্সে ধরে রেখেছে স্বাগতিকরা। রোববার মিয়ানমারকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লাল-সবুজরা। এর মধ্য দিয়ে পুরুষ বিভাগে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবেই রয়েছে বাংলাদেশ।
রোববার সকাল ৯টায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারকে ০-১১ গোলে উড়িয়ে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের পাশাপাশি শীর্ষ স্থানটিও নিজেদের করে রেখেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে হূদয় ৩টি, দিপ্র আর ইন্তেসার ১টি করে, আরাফাত, সাগর ও ওয়াটলার ২টি করে গোল করেছেন। এছাড়া মিরপুরের ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের নারী দলের বিপক্ষে আগাম ওয়াকওভার পেয়ে বাংলাদেশ নারী দল দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচে মাঠে না নেমেই পয়েন্ট পেয়ে যায় ওয়াকওভারের কারণে। ওয়াকওভার পেয়েছে নেপাল নারী দলও। ফিলিপাইন নারী দল দুপুর ১২টায় না আসায় ওয়াকওভার পায় তারা। পুরুষদের বিভাগে ওয়াকওভার পেয়েছে জাম্বিয়া। ভিয়েতনাম খেলতে আসতে না পারায় ওয়াকওভার পায় জাম্বিয়া। দিনের অপর খেলাগুলোতে মিরপুরে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল ৯-৪ গোলে আইভরিকোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্বে নিজেদের নাম যুক্ত করেছে এবং শীর্ষস্থানও দখলে রেখেছে। শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে বেলারুস ৫-১ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট জমা করে কোয়ার্টার ফাইনালে। সকালে উরুগুয়ে নারী দল না আসায় ওয়াকওভার পেয়েছে বেনিন নারী দল। অপর ম্যাচে এই ভেন্যুতে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ গোলে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে ডেনমার্কের নারী দল। আর ১১টা ১৫ মিনিটের ম্যাচে উগান্ডা নারী দল ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে দলকে। হ্যান্ডবল স্টেডিয়ামে তুর্কি পুরুষ দল ০-২ গোলে হেরেছে সৌদি আরবের কাছে। এই ভেন্যুত লাটভিয়া পুরুষ দল অনুপস্থিত তাই ওয়াকওভার পেয়েছে উগান্ডা দল। সাড়ে ১০টায় কেনিয়া ৫-৩ গোলে ডেনমার্কের পুরুষ দলকে হারিয়েছে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল আর্জেন্টিনা পুরুষ দল ৪-১ গোলে উগান্ডাকে হারিয়ে দ্বিতীয় পর্বে। আর্জেন্টিনার পয়েন্ট ৩ ম্যাচে ৯। |