শিরোনাম: |
গুনতে শিখছে মস্তিষ্কহীন বিস্ময় শিশু
|
বর্তমান ডেস্ক : মস্তিষ্কহীন শিশু আবার হয় নাকি? কারো মস্তিষ্ক যদি ৯৮ শতাংশ না থাকে তবে কি তাকে মস্তষ্কহীন বলা যাবে না? এমনই এক শিশু বেড়ে উঠেছে ইংল্যান্ডের কামব্রিয়ার ছোট্ট শহর অ্যাবেটাউনে। জন্মের আগেই ডাক্তাররা গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন শিশুটির বাবা-মা রব-শেলিকে। তারা জানিয়েছিলেন, স্পাইনা বাইফিডা নামক জটিল রোগে আক্রান্ত গর্ভস্থ শিশু। ভ্রুণের মস্তিষ্কের ৯৮ শতাংশই নষ্ট হয়ে গেছে। মাত্র দুই শতাংশ মস্তিষ্ক নিয়ে জন্ম হলেও জন্মের সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে শিশুটি। কিন্তু তারা অনাগত সন্তানের প্রতি অসীম ভালোবাসায় গর্ভপাত করতে পারেননি। সিদ্ধান্ত নেন যাইহোক পৃথিবীর আলো অন্তত দেখাবেন গর্ভের শিশুটিকে। ফলে মস্তিষ্কের নামমাত্র অংশ নিয়েই ২০১২ সালের ৬ মার্চ জন্ম নেয় নোহ ওয়াল। যার বেঁচে থাকারই কথা নয়, কিন্তু সে একের পর এক বিষ্ময় দেখিয়ে যাচ্ছেন। মাত্র দুই শতাংশ ব্রেন নিয়েই তড়তড়িয়ে বেড়ে উঠেছে নোহ। এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গুণতে পারে চার বছরের এই খুদে বালক। লিখতে পারেন নিজের নাম। শুধু তাই নয়, বিস্মিত চিকিত্সকরা জানাচ্ছেন, ধীরে ধীরে নোহ’র করোটির মধ্যে বেড়ে উঠছে মস্তিষ্কের পরিমাণও। হয়তো ভবিষ্যতে আরও উন্নতি করবে নোহ। এখনও হাঁটতে পারে না নোহ। হুইল চেয়ারই ভরসা। চিকিত্সকরা বলেছিলেন, হাঁটানোর চেষ্টায় অস্ত্রোপচার সফল না হলে মৃত্যুও হতে পারে। কিন্তু আরও একবার চ্যালেঞ্জ নিলেন রব-শেলি। এবারও প্রমাণ করলেন মনের জোরের কাছে অনেক বাধাই হার মানে। সম্প্রতি শরীরের নিম্নাঙ্গে জটিল অস্ত্রোপচার হয়েছে নোহ’র। সুস্থও আছে সে। তবে চিকিত্সকরা জানাচ্ছেন, নোহ আদৌ হাঁটা-চলা করতে পারবে কিনা তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে।
|