শিরোনাম: |
টেস্টে ফিরছেন মুস্তাফিজ
|
ক্রীড়া ডেস্ক : টেস্ট দিয়েই বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আগামী মার্চে পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। পুরো সিরিজেই খেলবেন মুস্তাফিজ, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ৭ মার্চ দলে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের লঙ্কা বধের মিশন। তাই সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বিস্ময়বালক মুস্তাফিজ।
গেল বছর আগস্টে কাঁধের অপারেশন হয়েছিল দ্য ফিজের। এরপর সুস্থ হয়ে ফিরেছিলেন নিউজিল্যান্ড সফরে। দুটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি ম্যাচ খেলেন। কিন্তু টেস্ট সিরিজে খেলার আত্মবিশ্বাস পাননি। ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট খেলতেও যাননি। বরং ঘরোয়া চার দিনের ম্যাচের আসর বিসিএল খেলে পুরনো ছন্দে ফিরতে চাইলেন। ফলও মিলেছে। সাউথ জোনের হয়ে খেলেছেন দুই ম্যাচ। ৪৮ ওভার বল করেছেন। উইকেট পেয়েছেন চারটি। উইকেট বেশি না পেলেও ফিরে পেয়েছেন ফিটনেস। সঙ্গে যোগ হয়ছে পুরনো আত্মবিশ্বাস। তাই শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টুয়েন্টি খেলা প্রায় নিশ্চিত এই বাঁহাতি পেসারের। ঘরোয়া ফাস্ট ক্লাসে মুস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক নান্নু। মুস্তাফিজ জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত জানালেন তিনি, ‘আমি মনে করি সে তার পুরনো ছন্দ ফিরে পেয়েছে। তাই বিসিএলে চতুর্থ রাউন্ডে তার খেলার প্রয়োজন নেই। সে দলে থাকবে কি-না তা নিশ্চিত হবে স্কোয়াড ঘোষণার পরেই। তবে আমি বলতে পারি শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সে প্রস্তুত।’ ফিজ নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়েছেন ?‘শিগগিরই ফিরছি আমি’। মুস্তাফিজ এখন পর্যন্ত মাত্র দুটি টেস্ট খেলেছেন। সেই দুটি ২০১৫ সালে তার আবির্ভাবের বছর। আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক। ওই সিরিজের দুই ম্যাচ খেলার পর থেকে টেস্টে অনুপস্থিত কাটার। |