বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
দাপুটে জয়ে সুপার সিক্সে রুমানারা
Published : Wednesday, 15 February, 2017 at 6:00 AM, Count : 282

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সটা বাংলাদেশ শুরু করল দাপুটে জয়ে। বুধবার আয়ারল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে হারিয়েছে রুমানা আহমেদরা। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো বাংলাদেশের।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। সেখানে শুরুতেই তারা মুখোমুখি হয় আয়ারল্যান্ডের। কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠে বাংলাদেশের বোলারদের সামনে খেই হারানো আইরিশরা ৪৭.১ ওভারে অলআউট হওয়ার আগের স্কোরে জমা করে ১৪৪ রান। জবাবে ৬৫ বল আগে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
সহজ লক্ষ্যে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। সুলতানা ২২ রানে আউট হলেও আক্তার তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস। তার আগে সানজিদা ইসলাম ২ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক (৩৪*) ও রুমানা ইসলাম (২৪*)। এর আগে পেসার জাহানারা আলমের বোলিং তোপে শুরুতেই এলোমেলো হয়ে যায় আইরিশদের ব্যাটিং লাইন।
১৫ রানের মধ্যে জাহানারা তুলে নেন আয়ারল্যান্ডের ২ উইকেট। শেষ দিকে আরও এক শিকার নিয়ে ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট পাওয়া এই পেসারই হয়েছেন ম্যাচসেরা। পান্না ঘোষ ছিলেন আরও ভয়ঙ্কর, ৮.১ ওভারে ১৬ দিয়ে তার শিকার ২ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন রুমানা ও খাদিজা তুল কুবরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft