বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
ভারতের বিশ্বরেকর্ড
এক রকেটে ১০৪ উপগ্রহ
Published : Wednesday, 15 February, 2017 at 6:00 AM, Count : 429

বর্তমান ডেস্ক : একটি রকেট উেক্ষপণ করে সফলভাবে ১০৪টি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। গতকাল বুধবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাশূন্য কেন্দ্র থেকে রকেটটি উেক্ষপণ করা হয় বলে এনডিটিভির খবর। এই উেক্ষপণের মাধ্যমে রাশিয়াকে পেছনে ফেলল ভারত। এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়া।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) জানিয়েছে, ২৮ ঘণ্টা আগে এই উেক্ষপণের কাউন্টডাউন শুরু হয়েছিল। গতকাল বুধবার সকাল ৯টা ২৮ মিনিটে রেকর্ড সংখ্যক উপগ্রহ নিয়ে রকেটটি অভিকর্ষের বাধা অতিক্রম করে মহাশূন্যের দিকে যাত্রা করে। প্রায় ১৮ মিনিট সময় নিয়ে রকেটটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে উপগ্রহগুলো কক্ষপথে ছেড়ে দেয়। উপগ্রহগুলো এখন ঘণ্টায় ২৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই ১০৪টি উপগ্রহের মধ্যে মাত্র তিনটি ভারতের, বাকি ১০১টির মধ্যে ৯৬টি যুক্তরাষ্ট্রের। ছোট কৃত্রিম উপগ্রহগুলোর মালিকদের মধ্যে রয়েছে ইসরাইল, কাজাখস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত। শুধু যুক্তরাষ্ট্রেরই ৯৬টি ছোট কৃত্রিম উপগ্রহ রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ভারত যে মাল্টি-বিলিয়ন ডলারের স্পেস মার্কেটের বড় খেলোয়াড় হয়ে উঠেছে, এই উেক্ষপণ তারই প্রমাণ। উপগ্রহগুলোর মধ্যে ভারতের একটি কার্টোগ্রাফিক উপগ্রহ রয়েছে, যাতে উচ্চ রেজ্যুলেশনের ছবি তোলার ব্যবস্থা আছে। এই উপগ্রহের মাধ্যমে ভারত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের ওপর নজরদারি করার সুযোগ নিতে পারে বলেও বিশ্লেষকদের ধারণা। বিবিসি লিখেছে, ভারত এই সফল্যের ফলে স্পেস মার্কেটের আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে স্বল্প খরচে মহাশূন্যে উপগ্রহ পাঠানোর প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে গেল। গত দুই দশক ধরে মহাশূন্য বাজারের লাভজনক বাণিজ্যে ভারত এখন নির্ভরশীল বিকল্প হয়ে উঠেছে। চলতি বছর মহাশূন্য কর্মসূচিতে বাজেট বৃদ্ধি করেছে ভারত সরকার। আগামীতে শুক্র গ্রহেও একটি অভিযানের পরিকল্পনা রয়েছে দেশটির।
উেক্ষপণের কিছু তথ্য-
প্রায় ১৮ মিনিটের মধ্যে ১০১টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উিক্ষপ্ত হয় এবং প্রতিটি ২৭ হাজার কিলোমিটার বেগে পরিভ্রমণ করছে। এই গতি যাত্রীবাহী বিমানের চেয়ে ৪০ গুণ বেশি। পিএসএলভি-সি৩৭ ভারতের ৩৯তম মহাকাশ মিশন। পিএসএলভি শ্রেণির রকেটের মধ্যে সবচেয়ে বেশি ভারী পিএসএলভি-৩৭। উেক্ষপণের মুহূর্তে এর ওজন ছিল ৩২০ টন। এটি ৪৪ দশমিক ৪ মিটার লম্বা। এই মিশনের প্রধান স্যাটেলাইট হলো আর্থ ম্যাপিং কার্টোস্যাট-২ সিরিজের একটি স্যাটেলাইট, যার ওজন ৭১৪ কিলোগ্রাম। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর প্ল্যানেট ইনকরপোরেশনের প্রায় ৯০টি ছোট উপগ্রহ রয়েছে। এগুলো পৃথিবীর ছবি তোলার কাজে নিয়োজিত থাকবে, কিন্তু খরচ হবে কম। ২০১৪ সালে রাশিয়া একসঙ্গে ৩৭টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উেক্ষপণ করে, যা এত দিন রেকর্ড ছিল। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft