শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জাতিসংঘের
Published : Tuesday, 14 February, 2017 at 6:00 AM, Count : 321

বর্তমান ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত সোমবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে উত্তর কোরিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সদস্য দেশগুলোর প্রতি ‘প্রচেষ্টা দ্বিগুণ’ করার আহ্বান জানানো হয়। এক বিবৃতিতে পরিষদ বলে, ‘এই উেক্ষপণগুলোসহ ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তত্পরতার নিন্দা জানাচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। দেশটির বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার জন্য সদস্য দেশগুলোর প্রতি তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানানো হচ্ছে।’ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রোববার প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ করলো উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্ব সমপ্রদায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণের কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ। এর বাইরে দেশটির বিরুদ্ধে নতুন কী পদক্ষেপ নেয়া হতে পারে তা নির্দিষ্ট করে বলেনি নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার উেক্ষপণ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া।
নিরাপত্তা পরিষদ তাদের অনুরোধে সাড়া দেয়ার সন্তোষ প্রকাশ করেছে জাপান। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া দেখার জন্য উসকানিমূলকভাবে উত্তর কোরিয়া এই পরীক্ষা চালিয়েছে। ‘স্পষ্টত উত্তর কোরিয়া একটি বড়, বড় সমস্যা। দৃঢ়ভাবে এই সমস্যার মোকাবিলা করা হবে,’ সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো প্রতিক্রিয়ায় বলেছেন ট্রাম্প। চীন জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে; রাশিয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা না বাড়নোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft