শিরোনাম: |
রাজশাহী ও লক্ষ্মীপুরে ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় বসন্ত বরণ
|
বর্তমান ডেস্ক : গতকাল সোমবার ছিল বাঙালির আরও একটি উত্সবের দিন পহেলা ফাল্গুন। এ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহী ও লক্ষ্মীপুরে ব্যাপক উত্সাহ উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে দিনটি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী : রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে বসন্তবরণ উত্সব। রাজশাহী মহানগরীর ফুল দোকানগুলো ছিল ভিড়ে ঠাসা। ফুলের সঙ্গে বিক্রি হয়েছে বিশেষত হলুদ এবং লাল পোশাক। রাজশাহী মহানগরীতে বসন্তবরণের সবচেয়ে বড় আয়োজন ছিল রাজশাহী কলেজে। সোমবার সকালে কলেজ থেকে বসন্তবরণ র্যালি বের করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের নেতৃত্ব র্যালিতে শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বসন্তবরণ করে। এর মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ র্যালি। বর্ণিল সাজে শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেয়। নেচে-গেয়ে তারা ঋতুরাজকে স্বাগত জানায়। মহানগরীর বিনোদন স্পটগুলোতে নামে মানুষের ঢল। লক্ষ্মীপুর: দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাস মাঠে পালিত হয়েছে বসন্তবরণ উত্সব। এবারও নিজেদের বসন্তের সাজে সাজতে শিক্ষার্থীরা খোপায়-গলায় ও মাথায় পড়েছে গাঁদাসহ বিভিন্ন ফুলের তৈরি মালা। গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়েছে পুরো ক্যম্পাস। উত্সবে ছিল বসন্ত কথন ও প্রতী বন্ধনী, রবীন্দ্র সঙ্গীত। পরিবেশিত হয়েছে গান আবৃতি, কবিতা ও নৃত্য। কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম প্রমুখ। |