রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
তৃষ্ণাটা মেটার নয় ‑ ফেরদৌস ওয়াহিদ
Published : Monday, 13 February, 2017 at 6:00 AM, Count : 175

শেখ রাজিয়া সূলতানা : নিজের দীর্ঘ সফল ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বিশেষ করে পপ গানকে এদেশে প্রতিষ্ঠিত করতে যে কজন সঙ্গীত ব্যক্তিত্ব ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম তার কণ্ঠের গানগুলো এখনও মানুষের মুখে মুখে আগে যদি জানতাম, মামুনিয়া, আমি এক পাহারাদার- গানগুলো চলতি প্রজন্মের তরুণদের কাছেও জনপ্রিয় তবে এতটা বছর সঙ্গীতে পার করার পরও এতটুকু ক্লান্তির ছাপ নেই তার চোখে মুখে তারুণ্যর উদ্যমেই কাজ করে চলেছেন চিরসবুজ শিল্পী বর্তমানে স্টেজ শো, অ্যালবাম, প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস ওয়াহিদ অন্যের জন্যও গান তৈরি করছেন নিজের স্টুডিওতে শুধু তাই নয়, তিনি নির্মাণ নিয়েও দারুণ ব্যস্ত নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মিউজিক ভিডিও এবং সিনেমা নির্মাণ করছেন

ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি তো সব সময় ভালো থাকার চেষ্টা করি চেষ্টা না করলে তো এই যুগে ভালো থাকা যাবে না গান নিয়েই আছি গান নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছি সর্বশেষ গত ঈদে আমার তিনটি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ হয়েছিল এবার আরও নতুন তিনটি গান তৈরি করেছি গানগুলো নিয়ে একটি ভিডিও অ্যালবাম প্রকাশ করব সামনে এরইমধ্যে কয়েকটি ভিডিও নির্মাণ শেষ করেছি বাকিগুলোও শেষ করে ফেলব

আমি নতুন শিল্পীদের নিয়েও কাজ করছি যাদের মেধাবী মনে হয়েছে তাদের গান আমি করছি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এগুলো বের করব শুধু অডিও নয়, গানের ভিডিওতেও মডেল হিসেবে নতুনরা কাজ করার সুযোগ পাবে শ্রোতাদের সরাসরি গান শোনাতে ভালো লাগে আমার এত গান শুনিয়েছি এই তৃষ্ণাটা মেটার নয় বরং, বেড়েই চলেছে দেশে নিয়মিত শো করছি সামনে দেশের বাইরেও শো করতে যাওয়ার কথা রয়েছে

ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, এর আগে বাণিজ্যিক ছবি নির্মাণ করেছিলাম সেটা যতটুকু ভেবেছিলাম ততটুকু হয়নি নিজের মতো করে সব করতে পারিনি তবে এবার আমার দ্বিতীয় ছবিটি হচ্ছে এটি আর্টফিল্ম খুব শিগগির শুটিংয়ে নেমে পড়বো আসলে এখন আমাদের যে বাণিজ্যিক ছবির বাজার সেটার সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে পারব না সে কারণেই আর্টফিল্ম করছি আশা করছি এবার এর মাধ্যমে দর্শকদের কিছুটা হলেও আনন্দ দিতে পারব

ছেলে হাবিবের প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ওর সঙ্গে পরিকল্পনা করে কোনো কাজ হয় না যা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft