সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
আগ্নেয়াস্ত্র ও পুলিশি সরঞ্জাম উদ্ধার
রাজধানীতে ১১ ভুয়া ডিবি সদস্য আটক
Published : Sunday, 12 February, 2017 at 6:00 AM, Count : 310

বর্তমান প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১১ ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও পুলিশের ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা রাতে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়াতো বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহিন কাজী, লিটন শেখ, মাসুম গাজী এবং আসলাম শেখ। শনিবার মধ্যরাতে আটকের পর এই ১১ জনের বিষয়ে গতকাল রোববার বিস্তারিত জানানো হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। আবদুল বাতেন জানান, শনিবার রাতে সবুজবাগ এলাকায় তিনটি মাইক্রোবাসে করে একটি মাঠে জড়ো হন আটক হওয়া ব্যক্তিরা। পরে ডিবি পুলিশের দলটি তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, পাঁচটি গুলি, একটি ওয়াকিটকি, ডিবির ব্যবহার করা পাঁচটি জ্যাকেট, পাঁচটি ওয়াকিটকি এবং একটি ব্যাগ উদ্ধার করে। জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহার করা  একটি মাইক্রোবাস। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা করা হয়েছে। আবদুল বাতেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দলটি জানিয়েছে, তারা মূলত সবুজবাগ এলাকায় ছিনতাই করতো। তবে অন্য কোনো এলাকায় তারা ছিনতাইয়ে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আটক হওয়া দলটির কোনো ভূমিকা ছিল কিনা- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft