শিরোনাম: |
মুশফিকের অসাধারণ সেঞ্চুরি
|
ক্রীড়া প্রতিবেদক : সামনে থেকে নেতৃত্ব দেয়া যাকে বলে, হায়দ্রাবাদ টেস্টে মুশফিকুর রহিম করছেন ঠিক সেটিই। ৬৮৭ রানের পাহাড়ের নিচে চাপা পড়া দলকে টেনে ওপরের তোলার ব্যাটিংয়ে কী ভীষণ প্রতিজ্ঞা ভাঙ্গবো তবু মচকাব না। সেই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার পুরস্কারটাই তিনি পেলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। টেস্ট ক্যারিয়ারে তিন হাজার রান পূরণ করেছিলেন গতকালই। আজ চতুর্থ দিন সকালে তিনি পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি।
বীরোচিত ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরেছিলেন আগের দিনই। এ দিন ছিল শুধু টেনে নেয়ার পালা। দিনের প্রথম ওভারেই হারিয়েছেন আগের দিন লড়াইয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজকে। খানিক পর নেই তাইজুল ইসলামও। মুশফিকও নিজের করণীয়টা বুঝে নিলেন। বদলাতে হবে ছুটে চলার গতি। পরের ওভারেই ইশান্ত শর্মাকে পুল করে ছক্কা। উমেশ যাদবকে ফ্লিক করে ইশান্তের মিস ফিল্ডিংয়েই সেঞ্চুরি, ২৩৪ বলে। মুশফিকের এটি পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ছাড়িয়ে গেলেন মুমিনুল হক ও সাকিব আল হাসানকে। মুশফিকের ওপরে এখন মোহাম্মদ আশরাফুল (৬) ও তামিম ইকবাল (৮)। মুশফিক পাঁচটি সেঞ্চুরি করলেন পাঁচটি ভিন্ন দেশে! প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল ভারতের বিপক্ষেই ২০১০ সালে চট্টগ্রামে। এরপর বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে করেছিলেন আরেকটি সেঞ্চুরি। এবার হায়দ্রাবাদের এই সেঞ্চুরির আগের টেস্টেই ওয়েলিংটনে অসাধারণ ১৫৯। বাংলাদেশের হয়ে তিনটির বেশি দেশে সেঞ্চুরি করা ব্যাটসম্যানও আর নেই। তামিমের ৮ সেঞ্চুরির ৫টি বাংলাদেশে; ইংল্যান্ডে দুটি, একটি ওয়েস্ট ইন্ডিজে। আশরাফুলের ৬ সেঞ্চুরির তিনটি দেশে, তিনটি শ্রীলঙ্কায়। সাকিবের চার সেঞ্চুরির দুটি বাংলাদেশে, দুটি নিউজিল্যান্ডে। মুমিনুল হকের চারটিই দেশে। টানা দুই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান মুশফিক। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে করেছিলেন তামিম ইকবাল। ২০১৪ সালে আবার টানা দুই টেস্টে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের বিপক্ষে। মাঝে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে করেছিলেন মুমিনুল। সেঞ্চুরির পরও থামেননি মুশফিক। অশ্বিনকে টানা দু’বলে মেরেছেন চার ও ছক্কা। লোয়ার অর্ডারদের নিয়ে এগিয়ে নিয়েছেন দলকে। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে অশ্বিনের বলে আউট হয়েছেন ১২৭ রানে। সব অর্থেই তাই নিজের সীমানা আরও ছাড়িয়ে, আরও বাড়িয়ে নিচ্ছেন মুশফিক। সেটি ভিন্ন ভিন্ন দেশে সেঞ্চুরিতে যেমন, তেমনি ব্যাটসম্যানশিপেও! |